ফারেস | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৩°৪১′৫১″ উত্তর ৬৩°০৫′৩২″ পূর্ব / ৩৩.৬৯৭৪° উত্তর ৬৩.০৯২১° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | হেরাত প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[১] | |
• মোট | ২৯,৮০০ |
ফারসি জেলা (ফার্সি: ولایت فارسی) আফগানিস্তানের হেরাত প্রদেশের পশ্চিমে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটি উত্তরে ওবে জেলা সীমানা ঘিরে রেখেছে, পশ্চিমে আদরাস্কান জেলা, দক্ষিণে শিনদান্দ জেলা, ঘোর প্রদেশ দক্ষিণ ও পূর্বে অবস্থান করছে। ২০১২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটিতে জনসংখ্যা ছিল প্রায় ২৯,৮০০ জন এর মত।[১] জেলাটির কেন্দ্রীয় শহর হচ্ছে ফারসি গ্রাম।
জেলাটিতে প্রায় ১৩০ কিলোমিটার অাঁকা সড়ক রয়েছে, যেটি সকল ঋতুতে ১৯.৬% হারে প্রবেশ করে থাকে।
আফগানিস্তানের হেরাত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |