ফার্ন সময়গত পরিসীমা: Late Devonian'"`UNIQ--ref-০০০০০০০১-QINU`"'—Recent | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
উপজগৎ: | Embryophyta |
শ্রেণীবিহীন: | Monilophytes or pteridophytes |
Classes | |
| |
প্রতিশব্দ | |
|
ফার্ন হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হলো ফার্ন। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল,কান্ড ও পাতায় বিভক্ত। এদের ফুল হয় না। এরা স্পোর বা রেণু সৃষটির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরা সাধারণত স্থলজ প্রকৃতির উদ্ভিদ
==বর্ণনা== এদের দেহ প্রকৃত মূল,কান্ড ও পাতায় বিভক্তথাকে। এদের কাণ্ডের না রাইজম। এদের পাতা দুই ধরনের 1.মাইক্রফাইলাস 2.মেগাফাইলাস। এদের জাইলেম ও ফ্লোয়েম দ্বারা গঠিত সংবহন কলা বর্তমান। পাতা পক্ষল যৌগপত্র প্রকৃতির।
Pteris উদ্ভিদে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান, কারণ এখানে স্পোরোফাইটিক জনুর সাথে গ্যামিটোফাইটিক জনুর অনুক্রমের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন হয়। Pteris উদ্ভিদ স্পোরোফাইটিক তথা ডিপ্লয়েড (2n)। এটি হতে উৎপন্ন সোরাস, সোরাসে অবস্থিত স্পোরোন্জিয়াম এবং স্পোরোন্জিয়ামের ক্যাপসিউলের ভেতরে অবস্থিত স্পোর মাতৃকোষও ডিপ্লয়েড।[২]
পুরাতন ভাংগা স্যাতস্যাতে দেয়ালের গায়ে জন্মায়। ইটের স্তুপে এরা ভালো জন্মায়। প্রাচীরের গায়ে জন্মায় বলে এদের সাব এরিয়াল বলা হয়।
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ ১০.১০.২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |