ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফাহাদ মোহাম্মদ ফাহাদ কালিব আল শেখ আল কুয়ারি | ||
জন্ম | ১৯ ডিসেম্বর ১৯৬৮ | ||
জন্ম স্থান | কাতার | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৮৭-১৯৮৯ | উম্ম সালাল | ||
১৯৮৭–২০০৩ | আল সাদ | ||
জাতীয় দল | |||
১৯৮৯-২০০১ | কাতার | ৩৭ | (৬) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ফাহাদ আল কুয়ারি (জন্ম ১৯ ডিসেম্বর ১৯৬৮) একজন অবসরপ্রাপ্ত কাতারি ফুটবল মিডফিল্ডার যিনি ২০০০ এশিয়ান কাপে কাতারের হয়ে খেলেছিলেন। তিনি আল সাদের হয়ে খেলেন এবং ২০০৩ সালে অবসর নেওয়ার আগে কিছু সময়ের জন্য অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।[১] [২] অবসরের পর এক পর্যায়ে কাতার জাতীয় দলের পরিচালকের দায়িত্ব পালন করেন।[৩] [৪]