ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | কাসুর, পাঞ্জাব, পাকিস্তান | ১৬ জানুয়ারি ১৯৯৪||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৩/১৪-২০১৪/১৫ | ফয়সালাবাদ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৫-১৬ | ন্যাশনাল ব্যাংক | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৬-১৭ | হাবিব ব্যাংক লিমিটেড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৩১ মে ২০১৭ |
ফাহিম আশরাফ (উর্দু: فہیم اشرف; জন্ম: ১৬ জানুয়ারি, ১৯৯৪) পাঞ্জাবের কাসুর এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা পাকিস্তানি ক্রিকেটার। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন তিনি।[১] দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন।
২০১৩-১৪ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার।[২] ২০১৬-১৭ মৌসুমের ডিপার্টমেন্টাল ওয়ান ডে কাপে শীর্ষস্থানীয় উইকেট সংগ্রহকারী ছিলেন। ঐ প্রতিযোগিতায় তিনি উনিশ উইকেট পান।[৩] এছাড়াও, পাকিস্তান ন্যাশনাল ব্যাংকের পক্ষে খেলেছেন।
মার্চ, ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য পাকিস্তানের একদিনের আন্তর্জাতিক দলে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু, সিরিজের কোন খেলায় অংশগ্রহণের সুযোগ ঘটেনি তার।[৪]
এপ্রিল, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় খেলার জন্য পাকিস্তানের ওডিআই দলের অন্যতম সদস্যরূপে তাকেও রাখা হয়।[৫] প্রস্তুতিমূলক খেলায় বাংলাদেশের বিপক্ষে ৬৪ রান তুলেন ও পাকিস্তানের দুই উইকেটের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৬][৭]