এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০২১) |
ফিজি ভাষা | |
---|---|
সরকারী ভাষা(সমূহ) | ফিজীয়, ইংরেজি, ও ফিজীয় হিন্দুস্তানি |
প্রধান বিদেশী ভাষা(সমূহ) | চীনা |
ফিজির ১৯৯৭ সালের সংবিধান অনুযায়ী ফিজির জাতীয় ও সরকারি ভাষা ফিজীয় ভাষা, ইংরেজি ভাষা এবং ফিজীয় হিন্দুস্তানি ভাষা।[১] ফিজীয় প্রধান বা দ্বিতীয় ভাষা হিসেবে সর্বাধিক ৫৪% জনগণ ব্যবহার করে থাকে। ভারতীয় বংশোদ্ভূত ফিজীয়রা ৩৭% হিন্দি ভাষায় কথা বলে, যা ফিজীয় হিন্দুস্তানি নামে পরিচিত। বাকি ব্রিটিশ উপনিবেশিক রাজত্বকালীন দ্বীপপুঞ্জে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়। এছাড়াও ফিজিতে অন্যান্য অনেক ভারতীয় ভাষা প্রচলিত। স্বল্প পরিমাণে চীনা ভাষাও প্রচলিত।