ফিতেফুলকি (Common Imperial) | |
---|---|
![]() | |
ডানা বন্ধ অবস্থায় | |
![]() | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Lycaenidae |
গোত্র: | Cheritrini |
গণ: | Cheritra |
প্রজাতি: | C. freja |
দ্বিপদী নাম | |
Cheritra freja (Fabricius 1793) |
ফিতেফুলকি[১] (বৈজ্ঞানিক নাম: Cheritra freja (Fabricius)) ঘুড়ির মতো লম্বা লেজ বিশিষ্ট এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি, যাদের মূল শরীর এবং ডানা হালকা ঘিয়ে বাদামি বর্ণের। এরা ‘লাইসিনিডি’ পরিবারের সদস্য।
প্রসারিত অবস্থায় ফিতেফুলকির ডানার আকার ৩৮-৪২ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।
ভারতে প্রাপ্ত ফিতেফুলকি এর উপপ্রজাতি হল- [২]
সাধারণত এই জাতীয় প্রজাপতিটি অনুচ্চ পার্বত্য এলাকার ঘন অরণ্যে দেখা যায়।[৩] হিমালয় অঞ্চলের কুমায়ুন থেকে অসম এবং নেপালের ৭০০-৮০০ ফুট উচ্চতা অবধি এদের বিচরণ দেখা যায়। এছাড়া মায়ানমার, মালয় ও শ্রীলংকাতেও এদের দেখা যায়।[৪]
এই প্রজাপতির নিচের অংশ হালকা ঘিয়ে বাদামি রঙের হয়। পিছনের ডানার ভূমিকোনে দুটো লেজ আছে, লেজ প্রায় লম্বায় প্রায় ৫ মিলিমিটার এবং ২২ মিলিমিটার যথাক্রমে। ভূমিকোনে দুটো ধাতব সবুজ রঙের বিন্দু থাকে। এদের ওড়ার ধরন খুব কমজোরি, একই জায়গায় ফড়ফড় করে ওড়ে।[৫]