ফিন ডামেন

ফিন ডামেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফিন গিলবার্ট ডামেন[]
জন্ম (1998-03-27) ২৭ মার্চ ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান ভিসবাডেন, জার্মানি
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
মাইনৎস ০৫
জার্সি নম্বর ৩৭
যুব পর্যায়
২০০২–২০০৬ বির্স্টাট
২০০৬–২০০৮ আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট
২০০৮–২০১৭ মাইনৎস ০৫
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭– মাইনৎস ০৫ ২ ৬৯ (১)
২০১৮– মাইনৎস ০৫ (০)
জাতীয় দল
২০১২ জার্মানি অনূর্ধ্ব-১৫ (০)
২০১৪ জার্মানি অনূর্ধ্ব-১৭ (০)
২০১৫–২০১৬ জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
২০১৬ জার্মানি অনূর্ধ্ব-১৯ (০)
২০১৮ জার্মানি অনূর্ধ্ব-২০ (০)
২০২০– জার্মানি অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০:৫৬, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০:৫৬, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফিন গিলবার্ট ডামেন (জার্মান উচ্চারণ: [fɪn da:mən], জার্মান: Finn Dahmen; জন্ম: ২৭ মার্চ ১৯৯৮; ফিন ডামেন নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব মাইনৎস ০৫ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০২–০৩ মৌসুমে, জার্মান ফুটবল ক্লাব বির্স্টাটের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ডামেন ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং মাইনৎস ০৫-এর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে, জার্মান ক্লাব মাইনৎস ০৫ ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। একই মৌসুমে তিনি মাইনৎস ০৫-এর মূল দলেও অন্তর্ভুক্ত হয়েছেন।

২০১২ সালে, ডামেন জার্মানি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ফিন গিলবার্ট ডামেন ১৯৯৮ সালের ২৭শে মার্চ তারিখে জার্মানির ভিসবাডেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার মাতার হলেন ইংরেজ বংশোদ্ভূত।[]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ডামেন জার্মানি অনূর্ধ্ব-১৫, জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালের ৮ই নভেম্বর তারিখে তিনি দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি ২০১৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জার্মানি অনূর্ধ্ব-১৭ দলে স্থান পেয়েছিলেন, তবে তিনি উক্ত আসরে একটি ম্যাচেও অংশগ্রহণ করেননি। তিনি জার্মানি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১৭–১৮ অনূর্ধ্ব-২০ এলিট লীগের শিরোপা জয়লাভ করেছেন, যার মাধ্যমে তার উক্ত প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের জার্মানি অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Finn Gilbert Dahmen | Player profile"Bundesliga। ৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২১ 
  2. Schulz, David (৩১ মার্চ ২০১৭)। "FSV Mainz 05: Finn Dahmen und Bote Baku qualifizieren sich mit der deutschen U 19 für die EM" [FSV Mainz 05: Finn Dahmen and Bote Baku qualify for the European Championship with the German U19 team]। Allgemeine Zeitung (জার্মান ভাষায়)। Mainz। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২১ 
  3. "Kuntz mit vier Neulingen zur EM-Gruppenphase nach Ungarn"। dfb.de। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]