ফিফটি শেডস ডার্কার | |
---|---|
পরিচালক | জেমস ফলি |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | নিয়াল লিওনার্ড |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ড্যানি এলফম্যান |
চিত্রগ্রাহক | জন শোয়ার্ৎজমান |
সম্পাদক | রিচার্ড ফ্রান্সিস-ব্রুস |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩১ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ৫৫ মিলিয়ন মার্কিন ডলার[২] |
আয় | ৩৮১ মিলিয়ন মার্কিন ডলার[৩] |
ফিফটি শেডস ডার্কার (ইংরেজি: Fifty Shades Darker) হল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন কামোদ্দীপক রোম্যান্টিক ড্রামা চলচ্চিত্র। ই. এল. জেমস রচিত তথা ২০১২ সালে প্রকাশিত একই নামের একটি উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য রচনা করেন নিয়াল লিওনার্ড এবং ছবিটি পরিচালনা করেন জেমস ফলি। এই ছবিটি ফিফটি শেডস চলচ্চিত্র ত্রয়ীর দ্বিতীয় পর্ব এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ফিফটি শেডস অফ গ্রে ছবির সিক্যোয়েল। এই ছবিতে অ্যানাস্টেসিয়া স্টিল ও ক্রিস্টিয়ান গ্রের চরিত্রে অভিনয় করেন যথাক্রমে ডাকোটা জনসন ও জেমি ডোরনান। অন্যান্য চরিত্রে অভিনয় করেন এরিক জনসন, এলোইস মামফোর্ড, বেলা হিথকোট, রিটা ওরা, ল্যুক গ্রাইমস, ভিক্টর রাসুক, কিম বাসিংগার ও মার্সিয়া গে হার্ডেন।
২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি প্যারিস ও ভ্যাঙ্কুবারে ফিফটি শেডস ডার্কার ও তার সিক্যোয়েল ফিফটি শেডস ফ্রিড ছবির মূখ্য চিত্রগ্রহণর কাজ শুরু হয়। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তিলাভ করে। ছবির বাজেট ছিল ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাপী ছবিটি আয় করে ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার। তা সত্ত্বেও ছবির চিত্রনাট্য, অভিনয় ও গল্পকথনের শৈলী নিয়ে সমালোচকেরা নেতিবাচক প্রতিক্রিয়াই ব্যক্ত করেছিলেন। যদিও ছবির কোনও কোনও অভিনেতার অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিতও হয়েছিল। ৩৮তম গোল্ডেন র্যাস্পবেরি পুরস্কার অনুষ্ঠানে এই ছবিটি নিকৃষ্টতম চলচ্চিত্র, নিকৃষ্টতম অভিনেতা (ডোরনান) ও নিকৃষ্টতম অভিনেত্রী (জনসন) সহ নয়টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং নিকৃষ্টতম প্রিক্যোয়েল, পুনঃনির্মাণ, রিপ-অফ অথবা সিক্যোয়েল বিভাগে গোল্ডেন র্যাস্পবেরি পুরস্কার, ও নিকৃষ্টতম সহ-অভিনেত্রী (বাসিংগার) পুরস্কার দু’টি জয় করে।[৪]
টেমপ্লেট:James Foley টেমপ্লেট:Golden Raspberry Award for Worst Prequel, Remake, Rip-off or Sequel