ফিবি ম্যারি ওয়ালার-ব্রিজ (জন্ম ১৪ জুলাই ১৯৮৫) হলেন একজন ইংরেজ অভিনেত্রী, লেখিকা ও প্রযোজক। তিনি বিবিসির বিয়োগান্ত-হাস্যরসাত্মক ধারাবাহিক ফ্লিব্যাগ (২০১৬-২০১৯)-এর লেখিকা ও অভিনেত্রী হিসেবে সর্বাধিক পরিচিত। এছাড়া তিনি বিবিসি আমেরিকার রোমহর্ষক ধারাবাহিক কিলিং ইভ (২০১৮-বর্তমান)-এর প্রধান লেখিকা ও নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। দুটি ধারাবাহিকই বিপুল সমাদৃত হয়েছে এবং দ্য গার্ডিয়ান-এর ২১শ শতাব্দীর সেরা ১০০ টেলিভিশন ধারাবাহিকে স্থান লাভ করেছে, তন্মধ্যে ফ্লিব্যাগ ৮ম স্থান ও কিলিং ইভ ৩০তম স্থান লাভ করেছে।[১]
ফিবি ম্যারি ওয়ালার-ব্রিজ ১৯৮৫ সালের ১৪ই জুলাই পশ্চিম লন্ডনে জন্মগ্রহণ করেন।[২] তার মাতা টেরেসা ম্যারি ওয়ালার-ব্রিজ (বিবাহপূর্ব ক্লার্ক) এবং পিতা মাইকেল সাইপ্রিয়ান ওয়ালার-ব্রিজ।[৩] তার পিতা ইলেকট্রনিক বাণিজ্য প্ল্যাটফর্ম ট্রেডপয়েন্ট প্রতিষ্ঠা করেন, এবং তার মাতা ওরশিপফুল কোম্পানি অব আয়রনমঙ্গার্সে কাজ করেন।[৪][৫][৬] ওয়ালার-ব্রিজ পরিবার সাসেক্সের কাকফিল্ডের অভিজাত ব্যক্তিবর্গ।[৭][৮] পিতার দিক থেকে তিনি রেভারেন্ড স্যার এজার্টন লেই, ২য় ব্যারোনেটের বংশধর। লেই ১৮৭৩ থেকে ১৮৭৬ সাল পর্যন্ত আমৃত্যু মধ্য চেশায়ারের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য ছিলেন।[৯][১০] তার মাতামহ ছিলেন বাকিংহামশায়ারের হিচামের স্যার জন এডওয়ার্ড লংভিল ক্লার্ক, ১২তম ব্যারোনেট।[১১]
ওয়ালার-ব্রিজ ২০০৯ সালের সোহো থিয়েটারে রোরিং ট্রেড মঞ্চনাটকে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।[১২] ২০১৩ সালে তিনি ব্যাড এডুকেশন-এর একটি পর্বে ইন্ডিয়া চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি ২০১৫ সালে নাট্যধর্মী ব্রডচার্চ ধারাবাহিকের দ্বিতীয় মৌসুমে কাজ করেন।
অভিনয়ের পাশাপাশি ওয়ালার-ব্রিজ একজন নাট্যকার। তার রচিত নাটক হল গুড. ক্লিন. ফান.। ২০১৬ সালে তিনি চ্যানেল ফোরের সিটকম ক্র্যাশিং এবং বিবিসি থ্রিয়ের ফ্লিব্যাগ রচনা করেন এবং এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।[১৩][১৪]
বিবিসি থ্রি-এ প্রারম্ভিক মুক্তির পর ফ্লিব্যাগ ধারাবাহিকটি ২০১৬ সালের আগস্ট থেকে বিবিসি টু-এ প্রচারিত হয়। এরপর অ্যামাজন ভিডিও সার্ভিস এটি গ্রহণ করে এবং ২০১৬ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শন করে।[১৫][১৬] এই ধারাবাহিকে তার অভিনয়ের জন্য ওয়ালার-ব্রিজ শ্রেষ্ঠ নারী হাস্যরসাত্মক অভিনয় বিভাগে একটি বাফটা টিভি পুরস্কার অর্জন করেন এবং হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একটি ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ফ্লিব্যাগ-এর দ্বিতীয় ও চূড়ান্ত মৌসুম ২০১৯ সালে প্রচারিত হয়। দ্বিতীয় মৌসুমে তার কাজের জন্য ওয়ালার-ব্রিজ তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার লাভ করেন, সেগুলো হল হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে,[১৭] হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা লেখনী বিভাগে ও সেরা হাস্যরসাত্মক ধারাবাহিক বিভাগে।[১৮][১৯] এছাড়া তিনি এই কাজের জন্য দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার[২০] ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন।[২১]