ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি | |
---|---|
পরিচালক | আজিজ মির্জা |
প্রযোজক | জুহি চাওলা শাহরুখ খান আজিজ মির্জা |
রচয়িতা | সঞ্জয় ছেল রাজ কুমার দাহিমা মনোজ লালোয়ানি |
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান জুহি চাওলা জনি লিভার পরেশ রাওয়াল |
সুরকার | যতীন-ললিত |
চিত্রগ্রাহক | সন্তোষ সিভান |
পরিবেশক | ড্রীমজ আনলিমিটেড |
মুক্তি | ২১ জানুয়ারি ২০০০ |
স্থিতিকাল | ১৬৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ১৫ কোটি টাকা |
আয় | ৫৭ কোটি টাকা |
ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি (হিন্দি: फिर भी दिल है हिन्दुस्तानी, অনুবাদ 'তবে হৃদয় এখনও ভারতীয়') ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন আজিজ মির্জা এবং জুহি চাওলা, শাহরুখ খান ও পরিচালক আজিজ মির্জার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ড্রীমজ আনলিমিটেডের ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র এটি। ছবিটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, জুহি চাওলা, জনি লিভার ও পরেশ রাওয়াল। এটি ২০০০ সালের ২১ জানুয়ারি মুক্তি পায়।