ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ফিরজিল ফন ডাইক[১] | ||||||||||||||||
জন্ম | [২] | ৮ জুলাই ১৯৯১||||||||||||||||
জন্ম স্থান | ব্রেডা, নেদারল্যান্ডস | ||||||||||||||||
উচ্চতা | ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)[৩] | ||||||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | লিভারপুল | ||||||||||||||||
জার্সি নম্বর | ৪ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
২০০৯–২০১০ | ভিলেম টু | ||||||||||||||||
২০১০–২০১১ | গ্রনিঙ্গেন | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০১১–২০১৩ | গ্রনিঙ্গেন | ৬২ | (৭) | ||||||||||||||
২০১৩–২০১৫ | সেল্টিক | ৭৬ | (৯) | ||||||||||||||
২০১৫–২০১৮ | সাউদাম্পটন | ৬৭ | (৪) | ||||||||||||||
২০১৮– | লিভারপুল | ১৪৩ | (১৪) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১১ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ | ১ | (০) | ||||||||||||||
২০১১–২০১৩ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ | ৩ | (০) | ||||||||||||||
২০১৫– | নেদারল্যান্ডস | ৫৩ | (৬) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
ফিরজিল ফন ডাইক (ওলন্দাজ উচ্চারণ: [vɑn ˈdɛik]; জন্ম ৮ জুলাই ১৯৯১) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবলার। তিনি প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ও নেদারল্যান্ডস জাতীয় দলেরের রক্ষণভাগের খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে খেলে থাকেন। বিশ্বের অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে বিবেচিত ফন ডাইন তার শক্তিমত্তা, নেতৃত্ব ও নাফিয়ে শুন্যে ওঠার দক্ষতার জন্য পরিচিত।[৪][৫] তিনি একমাত্র রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন,[৬] এবং বালোঁ দর ও শ্রেষ্ঠ ফিফা পুরুষ খেলোয়াড়ের দৌড়ে রানার-আপ হন।[৭]
গ্রনিঙ্গেনে তার পেশাদার কর্মজীবন শুরুর পর তিনি ২০১৩ সালে সেল্টিক দলে যোগ দেন, সেখানে তিনি স্কটিশ প্রিমিয়ারশিপ জয় করেন। তিনি এই ক্লাবে থাকাকালীন দুই মৌসুমেই বর্ষসেরা পিএফএ স্কটল্যান্ড দলে অন্তর্ভুক্ত হন এবং দ্বিতীয় মৌসুমে স্কটিশ লিগ কাপ জয় করেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি প্রিমিয়ার লিগের সাউদাম্পটন ক্লাবে যোগ দেন এবং পরে ২০১৮ সালের জানুয়ারি মাসে সে সময়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে লিভারপুলে যোগ দেন। ফন ডাইক লিভারপুলে তার প্রথম মৌসুমে ২০১৮ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছান। এই ক্লাবে তার প্রথম মৌসুমে তিনি বর্ষসেরা পিএফএ খেলোয়াড় এবং ২০১৮-১৯ মৌসুমের সেরা প্রিমিয়ার লিগ খেলোয়াড় তালিকায় অন্তর্ভুক্ত হন।[৮] ফন ডাইক ২০১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন।
ফন ডাইক অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালে নেদারল্যান্ডস জাতীয় দলে তার অভিষেক ঘটে এবং ২০১৮ সালের মার্চ থেকে অধিনায়কত্ব লাভ করেন। পরের বছর তিনি নেদারল্যান্ডসকে উয়েফা নেশনস লিগের প্রথম আসরে ফাইনালে নিয়ে যান এবং তার দল এই আসরে রানার-আপ হয়। এছাড়া তিনি ২০২২ ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের অধিনায়ক হিসেবে তার দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান।
জাতীয় দল | বছর | উপস্থিতি | গোল |
---|---|---|---|
নেদারল্যান্ডস | ২০১৫ | ৩ | ০ |
২০১৬ | ৯ | ০ | |
২০১৭ | ৪ | ০ | |
২০১৮ | ৮ | ৩ | |
২০১৯ | ৯ | ১ | |
২০২০ | ৫ | ০ | |
২০২১ | ৬ | ১ | |
২০২২ | ৯ | ১ | |
মোট | ৫৩ | ৬ |
নং. | তারিখ | ভেন্যু | ম্যাচ সংখ্যা | বিপক্ষ দল | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ২৬ মার্চ ২০১৮ | স্তাদে দে জেনেভ, জেনেভা, সুইজারল্যান্ড | ১৮ | পর্তুগাল | ৩–০ | ৩–০ | প্রীতি ম্যাচ | [১০] |
২ | ১৩ অক্টোবর ২০১৮ | ইয়োহান ক্রুইফ এরেনা, আমস্টারডাম, নেদারল্যান্ডস | ২২ | জার্মানি | ১–০ | ৩–০ | ২০১৮–১৯ উয়েফা নেশনস লিগ এ | [১১] |
৩ | ১৯ নভেম্বর ২০১৮ | এরেনা আউফসচাল্ক, সেলসেনকির্চেন, জার্মানি | ২৪ | ২–২ | ২–২ | ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ এ | [১২] | |
৪ | ২১ মার্চ ২০১৯ | ডে কুইপ, রটারডাম, নেদারল্যান্ডস | ২৫ | বেলারুশ | ৪–০ | ৪–০ | উয়েফা ইউরো ২০২০ বাছাইপর্ব | [১৩] |
৫ | ১১ অক্টোবর ২০২১ | ডে কুইপ, রটারডাম, নেদারল্যান্ডস | ৪২ | জিব্রাল্টার | ১–০ | ৬–০ | ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব | [১৪] |
৬ | ২৫ সেপ্টেম্বর ২০২২ | ইয়োহান ক্রুইফ এরেনা, আমস্টারডাম, নেদারল্যান্ডস | ৪৯ | বেলজিয়াম | ১–০ | ১–০ | ২০২২-২৩ উয়েফা নেশনস লিগ এ | [১৫] |