ফিরোজ শাহ মেহতা | |
---|---|
ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি | |
কাজের মেয়াদ ১৮৯০ - ১৮৯১ | |
পূর্বসূরী | উইলিয়ম উডবার্ন |
উত্তরসূরী | পানাপক্কম আনন্দচারলু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৪ই আগস্ট, ১৯৪৫ বোম্বাই |
মৃত্যু | ৫ই নভেম্বর, ১৯১৫ বোম্বাই প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
রাজনৈতিক দল | ভারতের জাতীয় কংগ্রেস |
প্রাক্তন শিক্ষার্থী | মুম্বই বিশ্ববিদ্যালয় |
ফিরোজ শাহ মেহতা (৪ই আগস্ট, ১৮৪৫ - ৫ নভেম্বর, ১৯১৫) ছিলেন বোম্বাইয়ের একজন ভারতীয় পার্সি রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ব্রিটিশ সরকার দ্বারা নাইট উপাধিতে ভূষিত হন। ১৮৭৩ সালে তিনি বোম্বাই পুরসভার কমিশনার হন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।