ফিলিপ কোটলার

ফিলিপ কোটলার
জন্ম (1931-05-27) ২৭ মে ১৯৩১ (বয়স ৯৩)
জাতীয়তামার্কিন
পেশাবিপণন অধ্যাপক এবং পরামর্শদাতা।
পরিচিতির কারণলেখক, পরামর্শক
স্বাক্ষর

ফিলিপ কোটলার (ইংরেজি: Philip Kotler), (জন্ম: ২৭ মে, ১৯৩১) শিকাগোতে জন্মগ্রহণকারী একজন মার্কিন বিপণন বিশেষজ্ঞ। তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট বই ছাড়াও আরও বিভিন্ন গ্রন্থের লেখক। তিনি এস.সি. জনসন এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কেলোগ স্কুল অফ ম্যানেজমেন্টের ডিস্টিংগুইশ প্রফেসর।[]

বিশ্বব্যাপী করপোরেট জগতে ড. ফিলিপকে মার্কেটিং জনক হিসেবে সম্মান করা হয়। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশ প্রফেসর ড. ফিলিপ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ১২টি সম্মানসূচক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি লাভ করেন তিনি।[]

১৯৯৮ সাল থেকেই প্রফেসর কোটলার বিশ্বের সেরা ৫০ জন ব্যবসায় ব্যক্তিত্বের মধ্যে অন্যতম।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Philip Kotler biography at Kellogg School of Management
  2. বিশ্বখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কোটলার ঢাকা আসছেন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, ঢাকা থেকে প্রকাশের তারিখ:৭ জুন ২০১১ খ্রিস্টাব্দ।
  3. কোটলার ‘বিজনেস কেস বুক’-এ স্থান করে নিচ্ছে শাহ সিমেন্ট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১১ তারিখে, ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১২ জুন ২০১১ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

[সম্পাদনা]