ফিলিপ জিনেস্টেট | |
---|---|
জন্ম | ফ্রান্স | ১৫ এপ্রিল ১৯৫৪
পেশা | ব্যবসায়ী |
পরিচিতির কারণ | জিফি-এর প্রতিষ্ঠাতা ও মালিক |
ফিলিপ জিনেস্টেট (জন্ম ১৫ এপ্রিল ১৯৫৪) একজন ফরাসি ধনকুবের ব্যবসায়ী এবং একটি ফরাসি ডিসকাউন্ট চেইন জিফি এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং মালিক।[১]
ফিলিপ জিনেস্টেট ১৫ এপ্রিল ১৯৫৪ সালে সেন্ট-লিভরেড-সুর-লট, লট-এট-গারোন, ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন।[২] জিনেস্টেট ফ্রান্সের অন্যতম ধনী ব্যক্তি এবং সবচেয়ে বড় পোশাকের খুচরা বিক্রেতাদের একজন।[৩]
জিনেস্টেট ১৯৮১ সালে একটি ফরাসি ডিসকাউন্ট চেইন জিফি প্রতিষ্ঠা করেন[৪] ফ্রান্স এবং বেলজিয়ামে এর ৭০০টিরও বেশি স্টোর রয়েছে।[৫] তার ছেলে আলেকজান্ডার জিনেস্টেটের সিইও।[৪]
জিনেস্টেট ফ্রান্সের পুজোল শহরে থাকেন।[৪]