ফিলিস্তিনি বাহিনীর জোট تحالف القوى الفلسطينية | |
---|---|
অপারেশনের তারিখ | ১৯৯৩ থেকে |
গোষ্ঠী | হামাস (২০১১ পর্যন্ত; পুনরায় ২০২২ থেকে)[১] চিত্র:Flag of the Islamic Jihad Movement in Palestine.svg ফিলিস্তিনি ইসলামি জিহাদ ![]() Palestinian Popular Struggle Front (Khalid ‘Abd al-Majid faction) ![]() Fatah al-Intifada ![]() Revolutionary Palestinian Communist Party চিত্র:PFLP Infobox Flag.svg Popular Front for the Liberation of Palestine (until 1998) ![]() |
সদরদপ্তর | দামেস্ক, সিরিয়া |
আকার | অজানা |
ফিলিস্তিনি বাহিনীর জোট[২] ( আরবি: تحالف القوى الفلسطينية ; সংক্ষেপে: এপিএফ; APF) হলো আটটি ফিলিস্তিনি রাজনৈতিক দলের একটি দামেস্ক-ভিত্তিক জোট। ১৯৯৩ খ্রিস্টাব্দের ডিসেম্বরে সিরীয় রাজধানী দামেস্কে যে দশটি ফিলিস্তিনি রাজনৈতিক ও সশস্ত্র দল অসলো চুক্তির বিরোধিতা করে আলোচনায় বসেছিল তাদের দ্বারা জোটটি তৈরি করা হয়।[২][৩][৪] দশজন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে হামাস ব্যতীত সকলের সদর দপ্তর ছিল দামেস্কে।[৫] প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আট দল পূর্বে ফিলিস্তিনের মুক্তি সংস্থার ( পিএলও) সদস্য ছিল; অন্য দুটি হামাস ও ফিলিস্তিনি ইসলামি জিহাদ ।
জোটটি ফিলিস্তিনি ভূমির মুক্তির আহ্বান জানায়।[৩][৪] জোটটিকে কখনও কখনও "দামেস্ক ১০" হিসাবেও উল্লেখ করা হয়।[৬][৭]