ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার | |
---|---|
![]() ২০২০ সালের পুরস্কারপ্রাপ্ত: রমেশ সিপ্পি | |
বিবরণ | একজন শিল্পীর কর্মজীবন স্মরণে |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
পূর্বের নাম | রাজ কাপুর আজীবন সম্মাননা পুরস্কার |
প্রথম পুরস্কৃত | অমিতাভ বচ্চন (১৯৯১) |
অতি সাম্প্রতিক প্রাপক | রমেশ সিপ্পি (২০২০) |
ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য প্রদত্ত বিশেষ সম্মাননা। পূর্বে এটি রাজ কাপুর আজীবন সম্মাননা পুরস্কার নামে প্রদান করা হত এবং পরবর্তীতে এটি বার্ষিক ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসাবে ফিল্মফেয়ার ম্যাগাজিনের নিকট প্রদান করা হয়।