ফুজাইরাহ الفجيرة | |
---|---|
নগর | |
স্থানাঙ্ক: ২৫°০৭′২০″ উত্তর ৫৬°২০′০৩″ পূর্ব / ২৫.১২২৩২৫° উত্তর ৫৬.৩৩৪১৬৬২৫° পূর্ব | |
দেশ | সংযুক্ত আরব আমিরাত |
আমিরাত | ফুজাইরাহ |
সরকার | |
• ধরন | রাজতন্ত্র |
• আমীর | (শেখ হামাদ বিন মোহাম্মেদ আল শারকী) |
আয়তন | |
• মোট | ৪৬ বর্গকিমি (১৮ বর্গমাইল) |
জনসংখ্যা [১] | |
• মোট | ৮৬,৫১২ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
ওয়েবসাইট | www |
ফুজাইরাহ (আরবি: الفجيرة) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতের রাজধানী। ওমান উপসাগরের তীরে অবস্থিত এই শহরটি সংযুক্ত আরব আমিরাতের সপ্তম বৃহত্তম শহর। এটি সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত একমাত্র আমিরাতি রাজধানী শহর। ফুজাইরাহের দিব্বা ও মাসাফির নামীয় দুটি অংশ রয়েছে।
২০০৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ আদমশুমারিতে ফুজাইরাহ আমিরাতের জনসংখ্যা ছিল ৫৫,০০০ জন এবং ২০১৭ সালে এর আনুমানিক জনসংখ্যা হয়েছিলো প্রায় ৮৬,৫১২ জন; যেখানে পুরো আমিরাতের জনসংখ্যা হয়েছিলো প্রায় ২,৩৬,৮১১ জন।[১]
ফুজাইরাহ হচ্ছে এই আমিরাতের প্রধান ব্যবসা ও বাণিজ্যিক কেন্দ্র, যেখানে শহরটির প্রধান সড়ক হামাদ বিন আবদুল্লা রোডে সুউচ্চ অফিস বিল্ডিং (যেমন: ফুজাইরাহ টাওয়ার) সমূহ অবস্থিত।[২]
ফুজাইরাহ আমিরাতের বিশেষায়িত বাণিজ্যিক এলাকা ফুজাইরাহ মুক্ত অঞ্চল শহরটির উত্তরে অবস্থিত।[৩]