ফুজি 富士市 | |
---|---|
বিশেষ শহর | |
শিযুওকা প্রশাসনিক অঞ্চলে ফুজির অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৫°১০′ উত্তর ১৩৮°৪১′ পূর্ব / ৩৫.১৬৭° উত্তর ১৩৮.৬৮৩° পূর্ব | |
রাষ্ট্র | জাপান |
অঞ্চল | Chūbu (Tōkai) |
প্রিফেকচার | শিজ্যুকা প্রিফেকচার |
সরকার | |
• - মেয়র | হিসাশি সুজুকি |
আয়তন | |
• মোট | ২৪৫.০২ বর্গকিমি (৯৪.৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (সেপ্টেম্বর, ২০১৪) | |
• মোট | ২,৫০,৪৫৭ |
• জনঘনত্ব | ১,০২০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | Japan Standard Time (ইউটিসি+৯) |
- বুক্ষ | ক্যাম্পুর লরেল |
- ফুল | গোলাপ |
ঠিকানা | ১-১০০ নাগাতাশো, ফুজি-শি, শিজ্যুকা-কেন ৪১৭-৮৬০১ |
ওয়েবসাইট | www |
ফুজি (富士市 ফুজি-শি) হল জাপানের পূর্ব শিজ্যুকা প্রিফেকচারের একটি শহর। ফুজি হামামাৎসু এবং শিজ্যুকা জনসংখ্যার পরিপ্রেক্ষিতে শিজ্যুকা প্রিফেকচারের তৃতীয় বৃহত্তম শহর।
এটি ২০০১ সালে স্বীকৃতি পায় জাপানের বিশেষ শহর হিসেবে।[১]
এই শহটির ফুজি নদীর কাছাকাছি।এই শহরে বসবাসরত লোকেরা মাউন্ট ফুজির অপরূপ দৃশ্য উপভোগ করে।এটির দক্ষিণ সীমান্তে সুরুগা উপসাগর, যেটি প্রশান্ত মহাসাগরের অংশ। এই এলাকাতে গ্রীষ্মকালে প্রচুর গরম আর শীতকালে প্রচুর শীত, অর্থাৎ জলবায়ু চরমভাবাপন্ন।
ফুজি শহরের ভগ্নীশহর ওশানসাইড, ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।[২]