ফুজি নদী | |
---|---|
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
মোহনা | সুরুগা সাগর |
ফুজি নদী (富士川 Fuji-kawa or Fuji-gawa) হল একটি নদী যেটি ইয়ামানাশি এবং সিজ্যুকো প্রিফেকচার এ অবস্থিত।এটি জাপানের নদী।
ফুজি নদীর দৈঘ্য ১২৮ কিলোমিটার (৮০ মা) এবং জলবিভাজিক ৩৯৯০ বগকিলোমিটার।এই নদী বিশ্বে বেশি পরিচিত নয়।[১]এটি ফুজি শহরের কাছাকাছি অবস্থিত নদী।ফুজি নদী, মোগামি নদী আর কুমা নদী জাপানের তিন প্রখ্যাত ক্ষিপ্র প্রবাহের নদী।এই নদীটি আকাশি পর্বতমালার নাকোগিরি পর্বত থেকে উৎপত্তি হয়েছে।উত্তরপশ্চিমের ইয়ামানশি নদী কামানশি নদী হিসেবে পরিচিত এবং ফুয়ফুকি নদী ইচিকাওয়ামিসাতো শহরে মিলিত হয়েছে।সেখানে এর নাম পরির্বতন হয় ফুজি নদী হিসেবে।এরপরে এটি মাউন্ট ফুজির পাদদেশে প্রবাহিত হয় এবং ফুজি শহরের সুরুগা উপসাগরের মোহনায় মিলিত হয়।ফুজি নদীর তীরে ১১৮০ সালে ফুজিকাওয়া যুদ্ধ হয়।যেটি গেমপেই যুদ্ধের প্রথম দিকের গুরুত্বপূর্ণ যুদ্ধ।১৯২৭ সালে ফুজি নদীর জাপানের সেরা ১০০০ প্রাকৃতিক ভূচিত্রের অন্যতম হিসেবে স্বিকৃতি লাভ করে।এটি জাপানের সোয়া কালের সংস্কৃতি পরিচয় বহন করে।
৩৫°০৬′৫৬″ উত্তর ১৩৮°৩৮′২৮″ পূর্ব / ৩৫.১১৫৪৩৭° উত্তর ১৩৮.৬৪১১১১° পূর্ব