ধরন | গবেষণা প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ১৯৮৬ |
চেয়ারপার্সন | নোয়েল টাটা |
পরিচালক | অরুণ কুমার সিনহা (আইএএস)[১] |
অবস্থান | ভারতের ১২ টি শহর |
শিক্ষাঙ্গন | গ্রামীণ ও শহুরে |
ওয়েবসাইট | fddiindia |
ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।[২]
এফডিডিআই ১৯৮৬ সালে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে শিল্পে মানব সম্পদ ও প্রযুক্তিগত পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। সংসদের একটি আইন দ্বারা ২০১৭ সালে এফডিডিআই একটি জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠানে উন্নীত হয়েছিল।[৩]
প্রতিষ্ঠানটির বিদ্যায়তন নয়ডা, ফুরসাতগঞ্জ (রায়বেরেলি), চণ্ডীগড়, অঙ্কলেশ্বর, গুনা, চেন্নাই, পাটনা, হায়দ্রাবাদ, কলকাতা, রোহতক, ছিন্দওয়াড়া ও যোধপুরে রয়েছে।[৪]