ফুটকি চিত্রা বাইলা Stigmatogobius sadanundio | |
---|---|
মূল্যায়িত নয় (আইইউসিএন ৩.১)
| |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Gobiidae |
গণ: | Stigmatogobius |
প্রজাতি: | S. sadanundio |
দ্বিপদী নাম | |
Stigmatogobius sadanundio (F. Hamilton, 1822) | |
প্রতিশব্দ | |
|
ফুটকি চিত্রা বাইলা (বৈজ্ঞানিক নাম: Stigmatogobius sadanundio) (ইংরেজি: Knight Goby) হচ্ছে Gobiidae পরিবারের Stigmatogobius গণের একটি স্বাদুপানির মাছ।
ফুটকি চিত্রা বাইলা মাছের পৃষ্ঠীয় পাখনা আছে; প্রথমটি ৬টি শক্ত রে দিয়ে গঠিত ও দ্বিতীয়টি পায়ুপথের পাশে। এই প্রজাতিটি লম্বায় ৯ সেন্টিমিটার। স্ত্রী মাছের লম্বা পাখনা কম ও হলুদ বর্নের। এই প্রজাতির মাছ ২৪ থেকে ২৮ ডিগ্রী তাপমাত্রায় ডিম দিতে পারে। ১০০০ বা তারও বেশি ডিম দিতে পারে।
এই মাছ বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিজি এবং ইন্দো-পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত।
এই মাছ সচরাচর পাওয়া যায়। আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়। কীটনাশক ব্যবহার ও শিল্পবর্জ্য কারণে এই মাছের অস্তিত্ব হুমকির সম্মুখীন।[১]
এই প্রজাতির মাছ ১৫ মাসের কম সময়ে সংখ্যায় দ্বিগুন হয়ে যায়। পুরুষ মাছের পাখনা তুলনামূলক দীর্ঘ এবং স্ত্রী মাছের পাখনা অপেক্ষাকৃত হালকা হলুদ বর্ণের।
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।