পূর্ণ নাম | ফুটবল ক্লাব অরেনবুর্গ | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭৬ | ||
মাঠ | গাজোভিক স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ৭,৫০০ | ||
মালিক | গাজপ্রোম | ||
সভাপতি | ভাসিলি স্তলিপিন | ||
ম্যানেজার | মার্সেল লিচকা | ||
লিগ | রুশ জাতীয় ফুটবল লীগ | ||
২০১৯–২০ | ১৬তম (অবনমিত) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল ক্লাব অরেনবুর্গ (এছাড়াও এফসি অরেনবুর্গ, এফকে অরেনবুর্গ (রুশ: ФК «Оренбург») অথবা শুধুমাত্র অরেনবুর্গ নামে পরিচিত) হচ্ছে অরেনবুর্গ ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার দ্বিতীয় স্তরের ফুটবল লীগ রুশ জাতীয় ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি অরেনবুর্গ তাদের সকল হোম ম্যাচ অরেনবুর্গের গাজোভিক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কন্সতান্তিন ইয়েমেলিয়ানভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভাসিলি স্তলিপিন। সার্বীয় আক্রমণভাগের খেলোয়াড় জর্জে দেস্পোতোভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এফসি অরেনবুর্গ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যেগুলো হচ্ছে রুশ জাতীয় ফুটবল লীগ শিরোপা।
|url-status=সক্রিয়
অবৈধ (সাহায্য)