![]() | ||
পূর্ণ নাম | ফুটবল ক্লাব আন্দোরিনিয়া সান্তো আন্তোনিও | |
---|---|---|
ডাকনাম | সোয়ালোস (গ্রাসকারী) | |
প্রতিষ্ঠিত | ১৯২৫ | |
মাঠ | আন্দোরিনিয়া স্টেডিয়াম | |
ধারণক্ষমতা | ৫০০ | |
সভাপতি | ![]() | |
|
ফুটবল ক্লাব আন্দোরিনিয়া সান্তো আন্তোনিও (পর্তুগিজ: CF Andorinha; সাধারণত সিএফ আন্দোরিনিয়া এবং সংক্ষেপে ফুটবল ক্লাব আন্দোরিনিয়া নামে পরিচিত) হচ্ছে মাদেইরা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট আন্দোরিনিয়া স্টেডিয়ামে সোয়ালোস নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। বর্তমানে এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন দুয়ার্তে সান্তোস।
ঘরোয়া ফুটবলে, ফুটবল ক্লাব আন্দোরিনিয়া এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে একটি তেরসেইরা দিভিসাও, একটি এএফ মাদেইরা চ্যাম্পিয়নশিপ এবং একটি এএফ মাদেইরা কাপ শিরোপা রয়েছে।[২][৩][৪][৫] ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল ক্লাব আন্দোরিনিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।