![]() | |||
পূর্ণ নাম | খ্রভাতস্কি নগোমেতনি ক্লুব খায়দুক স্পিত | ||
---|---|---|---|
ডাকনাম | বিলি (সাদা) মায়স্তোরি স মোরা (সমুদ্রের অধিপতি) | ||
সংক্ষিপ্ত নাম | খায়দুক, এইচএজে | ||
প্রতিষ্ঠিত | ১৩ ফেব্রুয়ারি ১৯১১ | ||
মাঠ | স্তাদিওন পলয়ুদ[১] | ||
ধারণক্ষমতা | ৩৪,১৯৮ | ||
মালিক | স্প্লিত শহর (৬৫.৯২%) উদ্রুগা "নাশ খায়দুক" (২৪.৫৩%) অন্যান্য (৯.৫৫%) | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ | ||
২০১৮–১৯ | ৪র্থ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
খ্রভাতস্কি নগোমেতনি ক্লুব খায়দুক স্পিত (ক্রোয়েশীয়: Hrvatski Nogometni Klub Hajduk Split, ইংরেজি: HNK Hajduk Split; এছাড়াও ক্রোয়েশীয় ফুটবল ক্লাব খায়দুক স্পিত, ফুটবল ক্লাব খায়দুক স্পিত, এফসি খায়দুক স্পিত অথবা শুধুমাত্র খায়দুক স্পিত নামে পরিচিত) হচ্ছে স্প্লিত শহর ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯১১ সালের ১৩ই ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি খায়দুক স্পিত তাদের সকল হোম ম্যাচ স্প্লিতের স্তাদিওন পলয়ুদে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৪,১৯৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইগর তদোর এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মারিন ব্রবিচ। ক্রোয়েশীয় মধ্যমাঠের খেলোয়াড় মিয়ো সাকতাশ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, এফসি খায়দুক স্পিত এপর্যন্ত ৩৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৫টি ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ, ৬টি ক্রোয়েশীয় কাপ, ৫টি ক্রোয়েশীয় সুপার কাপ, ৯টি যুগোস্লাভ দ্বিতীয় লীগ এবং ৮টি যুগোস্লাভ কাপ শিরোপা রয়েছে।
টেমপ্লেট:ফুটবল ক্লাব খায়দুক স্পিত টেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ