পূর্ণ নাম | খ্রভাতস্কি নগোমেতনি ক্লুব গোরিৎসা | |||
---|---|---|---|---|
ডাকনাম | গোরিচানি, তুরোপলয়ৎসি | |||
সংক্ষিপ্ত নাম | জিওআর | |||
প্রতিষ্ঠিত | ১৬ জুলাই ২০০৯ (রাদনিক এবং পোলেত বুশেভেচের সংযুক্ত হওয়ার মাধ্যমে) | |||
মাঠ | খ্রভাতস্কি স্তাদিওন ভেলিকা গোরিৎসা | |||
ধারণক্ষমতা | ৫,২০০[১] | |||
সভাপতি | নেনাদ চ্রঙ্কো | |||
ম্যানেজার | ভালদাস দাম্ব্রাউস্কাস[২] | |||
লিগ | ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ | |||
২০১৮–১৯ | ৫ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
খ্রভাতস্কি নগোমেতনি ক্লুব গোরিৎসা (ক্রোয়েশীয়: Hrvatski Nogometni Klub Gorica, ইংরেজি: HNK Gorica; এছাড়াও ক্রোয়েশীয় ফুটবল ক্লাব গোরিৎসা, ফুটবল ক্লাব গোরিৎসা, এফসি গোরিৎসা অথবা শুধুমাত্র গোরিৎসা নামে পরিচিত) হচ্ছে ভেলিকা গোরিৎসা ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ২০০৯ সালের ১৬ই জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি গোরিৎসা তাদের সকল হোম ম্যাচ ভেলিকা গোরিৎসার খ্রভাতস্কি স্তাদিওন ভেলিকা গোরিৎসায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,২০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভালদাস দাম্ব্রাউস্কাস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন নেনাদ চ্রঙ্কো। ক্রোয়েশীয় গোলরক্ষক ক্রিস্তিয়ান কাখলিনা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এফসি গোরিৎসা এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার উভয়েই হচ্ছে ক্রোয়েশীয় দ্বিতীয় ফুটবল লীগ শিরোপা।
টেমপ্লেট:ফুটবল ক্লাব গোরিৎসা টেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ