পূর্ণ নাম | ফুটবল ক্লাব দে জিরোঁদেঁ দে বর্দো | ||
---|---|---|---|
ডাকনাম | লে জিরোঁদেঁ (আকিতেন) | ||
প্রতিষ্ঠিত | ১ অক্টোবর ১৮৮১ | ||
মাঠ | নুভু স্তাদ দে বর্দো | ||
ধারণক্ষমতা | ৪২,১১৫[১] | ||
মালিক | কিং স্ট্রিট (৮৬,৪%) জিএসিপি (১৩,৬%)[২] | ||
সভাপতি | জোসেফ ডাগ্রোসা | ||
প্রধান কোচ | জঁ-লুই গাসে | ||
লিগ | লীগ ১ | ||
২০১৯–২০ | ১২তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল ক্লাব দে জিরোঁদেঁ দে বর্দো (ফরাসি উচ্চারণ: [ʒiʁɔ̃dɛ̃ də bɔʁdo]; সাধারণত জিরোঁদেঁ দে বর্দো অথবা শুধুমাত্র বর্দো নামে পরিচিত) হচ্ছে নুভেল আকিতেনের বর্দো ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৮৮১ সালে একটি বহু-ক্রীড়া ভিত্তিক ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জিরোঁদেঁ দে বর্দো তাদের সকল হোম ম্যাচ বর্দোর নুভু স্তাদ দে বর্দোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪২,১১৫।[৩][৪] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জঁ-লুই গাসে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্কিন ব্যবসায়ী জোসেফ ডাগ্রোসা। ফরাসি রক্ষণভাগের খেলোয়াড় লরঁ কশেলনি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩][৪]
বর্তমান এই ক্লাবটি ফরাসি ফুটবলের অন্যতম সফল একটি ক্লাব। এপর্যন্ত মোঁপালিয়ে ৪টি কুপ দে ফ্রান্স, ৩টি কুপ দে লা লীগ এবং ৩টি ট্রফি দে চ্যাম্পিয়নস শিরোপা জয়লাভ করেছে। বর্দো ১৯৯৬ সালে উয়েফা কাপের কাপ ফাইনালে পৌঁছেছিল। প্রতিষ্ঠার শুরুর প্রথম বছর থেকেই এই ক্লাবটি স্তাদ শাবান-দেলমাস স্টেডিয়ামটি ব্যবহার করেছে।