![]() | ||||
পূর্ণ নাম | ГАУ ВО «Спортивный клуб «Ротор» | |||
---|---|---|---|---|
ডাকনাম | Сине-голубые (নীল-সায়ান) | |||
প্রতিষ্ঠিত | ১৯২৯ | |||
মাঠ | ভলগোগ্রাদ এরিনা | |||
ধারণক্ষমতা | ৪৫,৫৬৮ | |||
সভাপতি | আন্দ্রেই রেকেচিনস্কি | |||
কোচ | আউকসান্দ্র খাতসকেভিচ | |||
লিগ | রুশ প্রিমিয়ার লীগ[১] | |||
২০১৯–২০ | ১ম (উত্তীর্ণ)[১] | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ফুটবল ক্লাব রতর ভলগোগ্রাদ (ইংরেজি: FC Rotor Volgograd; এছাড়াও স্পোর্টস ক্লাব রতর ভলগোগ্রাদ নামে পরিচিত) হচ্ছে ভলগোগ্রাদ ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে।[১] এই ক্লাবটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। রতর ভলগোগ্রাদ তাদের সকল হোম ম্যাচ ভলগোগ্রাদে ভলগোগ্রাদ এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৫,৫৬৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আউকসান্দ্র খাতসকেভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আন্দ্রেই রেকেচিনস্কি। রুশ রক্ষণভাগের খেলোয়াড় আজাত আরিয়েভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, রতর ভলগোগ্রাদ এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি রুশ জাতীয় ফুটবল লীগ এবং ২টি রুশ পেশাদার ফুটবল লীগ শিরোপা রয়েছে।
টেমপ্লেট:ফুটবল ক্লাব রতর ভলগোগ্রাদ টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ