পূর্ণ নাম | ফুটবল ক্লাব রুখ লভিউ | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১ জুলাই ২০০৩ | ||
মাঠ | স্কিফ স্টেডিয়াম[১] | ||
ধারণক্ষমতা | ৩,৭৪২ | ||
সভাপতি | হ্রিহোরি কোজলোভস্কিলুক[২] | ||
প্রধান কোচ | ইভান ফেদিক | ||
লিগ | ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ | ||
২০১৯–২০ | ২য় (উত্তীর্ণ) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল ক্লাব রুখ লভিউ (ইউক্রেনীয়: Футбольний клуб Рух Львів, ইংরেজি: Football Club Rukh Lviv; এছাড়াও ফুটবল ক্লাব রুখ ভিনিকি, এফসি রুখ লভিউ অথবা রুখ লভিউ নামে পরিচিত) হচ্ছে লভিউ ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ২০০৩ প্রতিষ্ঠিত হয়েছে। রুখ লভিউ তাদের সকল হোম ম্যাচ লভিউয়ের স্কিফ স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩,৭৪২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভান ফেদিক এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হ্রিহোরি কোজলোভস্কিলুক। ইউক্রেনীয় রক্ষণভাগের খেলোয়াড় ভলোদিমির জাস্তাভনি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, রুখ লভিউ এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে ইউক্রেনীয় অপেশাদার ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা।
টেমপ্লেট:ফুটবল ক্লাব রুখ লভিউ টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ