![]() | ||||
পূর্ণ নাম | ফুটবল ক্লাব লুগানো | |||
---|---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯০৮ | |||
মাঠ | করনারেদো স্টেডিয়াম[১] | |||
ধারণক্ষমতা | ৬,৩৩০ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | সুইস সুপার লীগ | |||
২০১৮–১৯ | ৩য় | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ফুটবল ক্লাব লুগানো (ইংরেজি: FC Lugano; এছাড়াও এফসি লুগানো অথবা শুধুমাত্র লুগানো নামে পরিচিত) হচ্ছে লুগানো ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি লুগানো তাদের সকল হোম ম্যাচ লুগানোর করনারেদো স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬,৩৩০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মৌরিৎসিয়ো ইয়াকোবাচ্চি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আঙ্গেলো রেনজেত্তি। উরুগুয়েয়ীয় মধ্যমাঠের খেলোয়াড় জনাথন সাবাতিনি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, এফসি লুগানো এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি সুইস সুপার লীগ, ৩টি সুইস কাপ এবং ১টি সুইস চ্যালেঞ্জ লীগ শিরোপা রয়েছে।