![]() | |||
পূর্ণ নাম | ফুসবলক্লুব সেন্ট গালেন ১৮৭৯ | ||
---|---|---|---|
ডাকনাম | এস্পেন | ||
প্রতিষ্ঠিত | ১৯ এপ্রিল ১৮৭৯ | ||
মাঠ | কিবুনপার্ক[১] | ||
ধারণক্ষমতা | ১৯,৬৯৪ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | সুইস সুপার লীগ | ||
২০১৮–১৯ | ৬ষ্ঠ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুসবলক্লুব সেন্ট গালেন ১৮৭৯ (জার্মান: Fussballclub St. Gallen 1879, ইংরেজি: FC St. Gallen; এছাড়াও ফুটবল ক্লাব সেন্ট গালেন অথবা শুধুমাত্র এফসি সেন্ট গালেন নামে পরিচিত) হচ্ছে সেন্ট গালেন ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৮৭৯ সালের ১৯শে এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি সেন্ট গালেন তাদের সকল হোম ম্যাচ সেন্ট গালেনের কিবুনপার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৯,৬৯৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পিটার জাইডলার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মাটিয়াস হুপি। সুইস রক্ষণভাগের খেলোয়াড় সিলভান হেফটি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, সেন্ট গালেন এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি সুইস সুপার লীগ, ৩টি সুইস চ্যালেঞ্জ কাপ, ১টি সুইস কাপ এবং ১টি সুইস লীগ কাপ শিরোপা রয়েছে।