পূর্ণ নাম | Профессиональный футбольный клуб Сочи (পেশাদার ফুটবল ক্লাব সোচি) | ||
---|---|---|---|
ডাকনাম | বেলো-সিনি (সাদা-নীল) লেওপার্দি (চিতাবাঘ) | ||
প্রতিষ্ঠিত | ৬ জুন ২০১৮ | ||
মাঠ | ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ৪৭,৬৫৯ | ||
মালিক | বরিস রতেনবের্গ | ||
সভাপতি | দমিত্রি রুবাশকো (মহাপরিচালক) | ||
ম্যানেজার | ভ্লাদিমির ফেদোতভ | ||
লিগ | রুশ প্রিমিয়ার লীগ | ||
২০১৯–২০ | ১২তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
পেশাদার ফুটবল ক্লাব সোচি (রুশ: Профессиональный футбольный клуб Сочи, এছাড়াও পিএফসি সোচি অথবা ফুটবল ক্লাব সোচি নামে পরিচিত) হচ্ছে সোচি ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ২০১৮ সালের ৬ জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[১][২][৩][৪][৫] পিএফসি সোচি তাদের সকল হোম ম্যাচ সোচির ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৭,৬৫৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির ফেদোতভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দমিত্রি রুবাশকো। রুশ গোলরক্ষক সোসলান ঝানায়েভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।