ফুটবল ক্লাব স্পার্তাক মস্কো

স্পার্তাক মস্কো
পূর্ণ নামФутбольный клуб Спартак Москва
(ফুটবল ক্লাব স্পার্তাক মস্কো)
ডাকনামনারোদনাইয়া কোমান্দা (জনগণের দল)
ক্রাসনো-বেলিয়ে (লাল-সাদা)
মিয়াসো (মাংস)
প্রতিষ্ঠিত১৮ এপ্রিল ১৯২২; ১০২ বছর আগে (1922-04-18)
মাঠঅতক্রিতিয়ে এরিনা
ধারণক্ষমতা৪৫,৩৬০
মালিকরাশিয়া ভাগিত আলেকপেরভ
সোভিয়েত ইউনিয়ন লেওনিদ ফেদুন[]
সাধারণ পরিচালকরাশিয়া তমাস জর্ন
প্রধান কোচইতালি দোমেনিকো তেদেস্কো
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০৭ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফুটবল ক্লাব স্পার্তাক মস্কো (রুশ: Футбольный клуб «Спартак» Москва, [spɐrˈtak mɐˈskva]; এছাড়াও এফসি স্পার্তাক মস্কো অথবা শুধুমাত্র স্পার্তাক মস্কো নামে পরিচিত) হচ্ছে মস্কো ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯২২ সালের ১৮ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। স্পার্তাক মস্কো তাদের সকল হোম ম্যাচ মস্কোর অতক্রিতিয়ে এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৫,৩৬০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দোমেনিকো তেদেস্কো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন তমাস জর্নরুশ মধ্যমাঠের খেলোয়াড় জর্জি ঝিকিয়া এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, স্পার্তাক মস্কো এপর্যন্ত ৩৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২২টি সোভিয়েত শীর্ষ লীগ বা রুশ প্রিমিয়ার লীগ, ১৩টি সোভিয়েত কাপ বা রুশ কাপ, ১টি রুশ সুপার কাপ, ১টি সোভিয়েত প্রথম লীগ এবং ১টি ইউএসএসআর ফেডারেশন কাপ শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]

ঘরোয়া

[সম্পাদনা]
চ্যাম্পিয়ন (১): ১৯৭৭
চ্যাম্পিয়ন (১): ১৯৮৭

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ফুটবল ক্লাব স্পার্তাক মস্কো টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ