ফুলমেটাল আলকেমিস্ট: ব্রাদারহুড | |
鋼の錬金術師 ফুলমেটাল আলকেমিস্ট (হাগানে নো রেনকিনজুতসুশি ফুলমেটাল আলকেমিস্ট ব্রাদারহুড) | |
---|---|
ধরন | এডভেঞ্চার, অন্ধকারাচ্ছন্ন কাল্পনিক গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনী[১][২] |
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক | |
পরিচালক | ইয়াশিরো ইরি |
প্রয়োজক | হিরো মারুয়ামা নোরিতোমো ইয়োনাই রিয়ো ওয়ামা নাবুয়ুকি কুরাশিগে |
লেখক | হিরোশি ওঙ্গি |
সুরকার | আকিরা সেনজু |
স্টুডিও | বোনস |
লাইসেন্সকারী | |
মূল নেটওয়ার্ক | জাপানি নিউজ নেটওয়ার্ক |
মূল প্রকাশ | ৫ এপ্রিল ২০০৯ – ৪ জুলাই ২০১০ |
পর্ব | ৬৪ |
মূল ভিডিও অ্যানিমেশন | |
পরিচালক | ইয়াশিরো ইরি |
প্রয়োজক | হিরো মারুয়ামা নোরিতোমো ইয়োনাই রিয়ো ওয়ামা নাবুয়ুকি কুরাশিগে |
লেখক | হিরোশি ওঙ্গি |
সুরকার | আকিরা সেনজু |
স্টুডিও | বোনস |
মুক্তি | ২৬ আগস্ট ২০০৯ – ১৫ আগস্ট ২০১০ |
ব্যাপ্তিকাল | ২৪–৩০ মিনিট |
পর্ব | ৪ |
অ্যানিমে চলচ্চিত্র | |
|
ফুলমেটাল আলকেমিস্ট: ব্রাদারহুড (জাপানি: 鋼の錬金術師 ফুলমেটাল আলকেমিস্ট হেপবার্ন: ফুরুমেতারু আরুকেমিসুতো: বুরোদোহুদু) হিরোমু আরকাওয়ার ফুলমেটাল আলকেমিস্ট মাঙ্গার অ্যানিমে ধারাবাহিক সংস্করণ। ধারাবাহিকটি লিখেছেন হিরোশি ওনোগি, পরিচালনায় ছিলেন ইয়াশুিরো ইরি, ও প্রযোজনায় বোনস স্টুডিও। ফুলমেটাল আলকেমিস্ট এ মাঙ্গা ধারাবহিক নির্ভর দ্বিতীয় টেলিভিশন ধারাবাহিক। প্রথমটি প্রকাশিত হয়েছিলো ২০০৩ সালে। পূর্বের পরিগ্রহণের মত এতে মূল মাঙ্গার কাহিনী থেকে কোন পরিবর্তন আনা হয়নি। জাপানেে এটি ২০০৩ সালের ধারাবাহিকটি থেকে এর ইংরেজি ভাষার শিরোনামের জন্য আলাদা।
ফুলমেটাল আলকেমিস্ট: ব্রাদারহুড মাঙ্গার ২৭টি বালামের সবগুলোই পরিগ্রহণ করেছে। এডওয়ার্ড এলরিক ও আলফোনজ এলরিক ভ্রাতাদ্বয় দূরের একটি গ্রামে তাদের মা তৃষা এলরিকের কাছে বড় হয়। তাদের বাবা হোহেনহেইম, একজন উল্লেখযোগ্য ও প্রতিভাবান রসায়নবিদ, ছোট ছেলে দুটোকে মায়ের কাছে রেখে চলে যান। মায়ের কাছে বড় হওয়ার সময় তারা রসায়নের প্রতি বিশেষ আগ্রহ প্রদর্শন করে। তবে, রোগে ভুগে তৃষা কিছুদিন পর মারা গেলে, তারা তাদের কাছের বন্ধু উইনরি রকবেলের সাথে তার দাদি পিনাকোর কাছে বড় হয়। পরবর্তীতে তাদের শিক্ষিকা ইজুমি কার্তিসের কাছে রসায়ন নিয়ে জ্ঞান আহরণের পর, তারা বাড়ি ফিরে রসায়নের মাধ্যমে মৃত মাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে মানব রূপান্তরকে এখানে একটি ট্যাবু হিশেবে ধরা হয়, এবং এ প্রক্রিয়ায় এলরিক তার একহাত ও এক পা এবং আল তার পুরো শরীরই হারায়। বাকী অংশ তাদের শরীর ফিরে পাওয়ার ভ্রমণ। যা করতে গিয়ে তারা কর্নেল রয় মাস্তাঙের অধীনে সরকারের একটি বড় ষড়যন্ত্রের মোকাবেলা করে ও দেশকে রক্ষা করে।
তাদের হারানো অঙ্গ ও শরীর ফিরে পেতে ও মাকে ফিরিয়ে আনতে, দুই ভাইয়ের ফিলোজপারস স্টোন খোঁজার অভিযান।[৩]