ফুসফুসের ক্যান্সার | |
---|---|
প্রতিশব্দ | ফুসফুসের ক্যান্সার |
একটি ফুসফুসের ক্যান্সারের বুকের এক্স রে এবং (→) তীর চিহ্ন দ্বারা টিউমার নির্দেশিত | |
বিশেষত্ব | ক্যান্সার |
লক্ষণ | রক্তসহ বমি,ওজন হ্রাস,শ্বাস-স্বল্পতা,বুকে ব্যাথা[১] |
রোগের সূত্রপাত | ৭০ বছর[২] |
প্রকারভেদ | Small-cell lung carcinoma (SCLC), non-small-cell lung carcinoma (NSCLC)[৩] |
ঝুঁকির কারণ | তামাক সেবন,বংশগত,বায়ু দূষণ [৪][৫] |
রোগনির্ণয়ের পদ্ধতি | মেডিকেল ইমেজিং, টিস্যু বায়োপ্সি[৬][৭] |
চিকিৎসা | সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি[৭] |
আরোগ্যসম্ভাবনা | পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকার হার ১৭.৪% (US)[২] |
সংঘটনের হার | ৩৩ লক্ষ মানুষ (২০১৫)[৮] |
মৃতের সংখ্যা | ১৭ লক্ষ (২০১৫)[৯] |
ফুসফুসের ক্যান্সার (ইংরেজি: Lung cancer) বা ফুসফুস ক্যান্সার একটি রোগ যাতে ফুসফুসের টিস্যুগুলিতে অনিয়ন্ত্রিত কোষবৃদ্ধি ঘটে। এই বৃদ্ধির ফলে মেটাস্ট্যাসিস, প্রতিবেশী টিস্যু আক্রমণ এবং ফুসফুসের বাইরে সংক্রমণ ঘটতে পারে। প্রাথমিক ফুসুফুসের ক্যান্সারের অধিকাংশই ফুসফুসের কার্সিনোমা, যা ফুসফুসের এপিথেলিয়াল কোষগুলিতে ধরা পড়ে। ফুসফুসের ক্যান্সার পুরুষদের ক্যান্সার-জনিত মৃত্যুর প্রধান কারণ এবং মহিলাদের এরূপ মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। [১০][১১] ফুসফুসের ক্যান্সারের কারণে প্রতি বছর বিশ্বে ১৩ লক্ষ লোক মারা যান। [১২] ফুসফুসের ক্যান্সারের সাধারণ লক্ষণ শ্বাস নিতে সমস্যা, রক্তসহ কাশি এবং ওজন হ্রাস। [১]
ফুসফুস ক্যান্সারের ৮৫% এর জন্য দায়ী দীর্ঘমেয়াদি তামাক সেবন।[৪] বাকি ১০-১৫% যারা কখনো ধূমপান করেন নি,তারা আক্রান্ত হন।[১৩] জেনেটিক ফ্যাক্টর,বায়ু দূষণ ইত্যাদি ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রভাবক।.[৪][৫][৭][১৪][১৫].[৬][১৬] বুকের এক্স-রে পরীক্ষা এবং কম্পিউটার টমোগ্রাফির মাধ্যমে ফুসফুসের ক্যান্সার ধরা যেতে পারে। পরবর্তীতে একটি বায়োপসির মাধ্যমে এটি নিশ্চিত করা সম্ভব। সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মাধ্যমে এর চিকিৎসা করা যায়। ৫ বছর চিকিৎসার পর রোগীর বেঁচে যাওয়ার হার ১৪% [১]
ফুসফুস ক্যান্সারের অনেক লক্ষণই(ক্ষুধামন্দা,ওজন হ্রাস,অবসাদ) সুনির্দিষ্ট নয়।[৬] রোগ শনাক্ত হবার পূর্বেই অনেক রোগীর ক্যান্সার মেটাস্ট্যাটিস করে বা ছড়িয়ে পড়ে। [১][১৭] সাধারণত যেসব জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়ে,তা হল - মস্তিষ্ক,অস্থি,যকৃৎ,পেরিকার্ডিয়াম,বৃক্ক[১৭] প্রায় ১০% মানুষের ক্যান্সার শনাক্ত হবার সময় কোন লক্ষণই ধরা পড়ে না।এসব ক্যান্সার রোগীর নিত্য-নৈমত্তিক পরীক্ষা,যেমন বুকের এক্সরে করতে গিয়ে ধরা পড়ে।[১৬]
চিকিৎসার ফলাফল তুলনাসহ অনেক কারণের জন্য,তার শারীরিক এক্সটেনশন অনুযায়ী ক্যান্সারের পর্যায় বা স্টেজ নির্ধারণের জন্য একটি অভিন্ন TNM পদ্ধতির অস্তিত্ব খুব দরকারী।
পর্যায় | নির্ণায়ক | |
---|---|---|
সুপ্ত কার্সিনোমা | TX, N0, M0 | |
স্টেডিয়াম ০ | TIS, কার্সিনোমা ইন সিটু | |
স্টেডিয়াম I | IA | T1, N0, M0 |
IB | T2, N0, M0 | |
স্টেডিয়াম II | IIA | T1, N1, M0 |
IIB | T2, N1, M0 অথবা T3, N0, M0 | |
স্টেডিয়াম III | IIIA | T3 (অথবা T1 অথবা T2 ও N2), N0, N1 অথবা N2, M0 |
IIIB | যেকোন T, N3 (অথবা যেকোন N ও T4), M0 | |
স্টেডিয়াম IV | যেকোন T, যেকোন N বা M1 |
প্রাথমিক টিউমার (T):
স্থানীয় লসিকা গ্রন্থি বা নোড (N):
মেটাস্ট্যাসিস (M):
ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি এর মধ্যে উল্লেখযোগ্য হল সার্জারি, কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি। অনেক সময় তিনটি পদ্ধতির সমন্বিত চিকিৎসা দেওয়া হয়।
টার্গেটেড থেরাপি বর্তমানে ব্যবহার হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগ প্রতিকার করা সহজ হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে ফুসফুসের ক্যান্সারের সমস্ত লোকের মধ্যে ১৬.৮% রোগ নির্ণয়ের পর কমপক্ষে পাঁচ বছর বেঁচে থাকে।[২][১৮] ইংল্যান্ড ও ওয়েলসে ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে, ফুসফুসের ক্যান্সারের জন্য পাঁচ বছর ধরে বেঁচে থাকার আনুমানিক পরিমাণ ৯.৫% ।[১৯] উন্নয়নশীল বিশ্বের বেঁচে থাকার হার সাধারণত খারাপ।[২০] ফুসফুসের ক্যান্সার শনাক্ত করার সময় রোগ অনেক দূর ছড়িয়ে পড়লে বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। ইংরেজি তথ্য জানাচ্ছে যে প্রায় ৭০% রোগী অন্ততপক্ষে এক বছর বেঁচে থাকে যখন রোগ প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা হয় ।[২১]
ফুসফুসের ক্যান্সারের কারণে বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে আক্রান্ত এবং মৃত্যু্র ঘটনা সবচেয়ে বেশি ঘটে, এবং এটি মহিলাদের মধ্যে আক্রান্ত হবার তৃতীয়-সর্বোচ্চ ঘটনা (স্তন এবং কোলোরেক্টাল ক্যান্সারের পরে) এবং দ্বিতীয়-সর্বোচ্চ মৃত্যুহার (স্তন ক্যান্সারের পরে)। ২০২০ সালে, বিশ্বব্যাপী ২.২ মিলিয়ন নতুন রোগী পাওয়া গেছে, এবং ১.৮ মিলিয়ন মৃত্যু ফুসফুসের ক্যান্সারের কারণে হয়েছে, যা ক্যান্সার এ আক্রান্ত হয়ে মৃত্যুর ১৮.০% । সর্বোচ্চ হার মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপে। আফ্রিকা ও মধ্য আমেরিকায় এ হার অনেক কম।
<ref>
ট্যাগ বৈধ নয়; SEER
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; NCI2016Pt
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Merck
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি|author-link1=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)
|author-link1=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)
Secondhand smoke exposure causes disease and premature death in children and adults who do not smoke.Retrieved 2014-06-16
There is sufficient evidence that involuntary smoking (exposure to secondhand or 'environmental' tobacco smoke) causes lung cancer in humans. ... Involuntary smoking (exposure to secondhand or 'environmental' tobacco smoke) is carcinogenic to humans (Group 1).
<ref>
ট্যাগ বৈধ নয়; ajcc
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Maj2009
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নিশ্রেণীবিন্যাস | |
---|---|
বহিঃস্থ তথ্যসংস্থান |