ফের্নান্ডা মন্টেনেগ্রো | |
---|---|
জন্ম | আর্লেত পিনহিরো এস্তেভেস তোরেস ১৬ অক্টোবর ১৯২৯ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৪০-এর দশক-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ফের্নান্দো তোরেস (বি. ১৯৫৪; মৃ. ২০০৮) |
সন্তান | ক্লাউদিয়া তোরেস ফের্নান্দা তোরেস |
ওয়েবসাইট | www2 |
ফের্নান্ডা মন্টেনেগ্রো নামে সুপরিচিত আর্লেত পিনহিরো এস্তেভেস তোরেস ওএনএম (জন্ম ১৬ অক্টোবর ১৯২৯) হলেন একজন ব্রাজিলীয় অভিনেত্রী। তাকে সর্বকালের সেরা ব্রাজিলীয় অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়, এবং তাকে ব্রাজিলীয় মঞ্চ, চলচ্চিত্র ও পরিবেশন কলার সেরা নারী তারকা হিসেবে অভিহিত করা হয়।[১][২] তিনি সেন্ট্রাল স্টেশন (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।[৩][৪][৫][৬] তিনি একমাত্র ব্রাজিলীয় অভিনেত্রী হিসেবে এবং পর্তুগিজ ভাষার চলচ্চিত্রে কাজ করে একমাত্র অভিনেত্রী হিসেবে অস্কারের মনোনয়ন পেয়েছেন।[৭][৮] এছাড়া তিনি দোস দে মে (২০১৩)-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে প্রথম ব্রাজিলীয় হিসেবে আন্তর্জাতিক এমি পুরস্কার অর্জন করেছেন।[৯]