ফেলিক্স গোয়াতারি | |
---|---|
![]() গোয়াতারির সমাধী | |
জন্ম | পিয়ের-ফেলিক্স গোয়াতারি ৩০ এপ্রিল ১৯৩০ ভিলনভ-লে-সাব্লঁ, ওয়াজ, ফ্রান্স |
মৃত্যু | ২৯ আগস্ট ১৯৯২ লা বর্দ ক্লিনিক, কুর-শ্যভের্নি, ফ্রান্স | (বয়স ৬২)
মাতৃশিক্ষায়তন | University of Paris |
যুগ | বিংশ শতাব্দী দর্শন |
অঞ্চল | পাশ্চাত্য দর্শন |
ধারা | মহাদেশীয় দর্শন, মনঃসমীক্ষণ, উত্তর-কাঠামোবাদ[১] |
প্রতিষ্ঠান | University of Paris VIII |
প্রধান আগ্রহ | মনঃসমীক্ষণ, রাজনীতি, বাস্তুবিদ্যা, সঙ্কেতবিজ্ঞান |
উল্লেখযোগ্য অবদান | আসঁব্লাজ, desiring-production, deterritorialization, ইকোসফি, স্কিৎসোসমীক্ষণ |
ভাবগুরু | |
ভাবশিষ্য |
ফেলিক্স গোয়াতারি[২] (ফরাসি: Félix Guattari, উচ্চারণ: [fe.liks ɡwataʁi]; ৩০ এপ্রিল ১৯৩০ – ২৯ আগস্ট ১৯৯২) ছিলেন একজন ফরাসি মনোচিকিৎসক, দার্শনিক, সঙ্কেতবিজ্ঞানী ও সক্রিয়তাবাদী।[৩] তিনি স্কিৎসোসমীক্ষণ ও ইকোসফির প্রতিষ্ঠাতা এবং জিল দ্যলোজের সঙ্গে তাঁর বুদ্ধিবৃত্তিক সহযোগের—বিশেষত এন্টি-ইডিপাস (১৯৭২), সহস্র মালভূমি (১৯৮০), দ্বিখণ্ডবিশিষ্ট পুঁজিবাদ ও স্কিৎসোফ্রেনিয়া—জন্য বিশেষভাবে খ্যাত।[৪]