ফোগাপোয়া হল সামোয়ার সাওয়াই দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত একটি গ্রাম। গ্রামটি নির্বাচনী এলাকা (ফাইপুলে জেলা ) ফা'আসালেলেগা ৩ এর অংশ যা ফা'আসালেলেগা- এর বৃহত্তর রাজনৈতিক জেলার (ইটুমালো) মধ্যে রয়েছে।[১]
গ্রামটির জনসংখ্যা ৩০৯।[২] ফোগাপোয়া উপ-জেলা সাফোতুলাফাইয়েরও অংশ, ফা'আসালেলেগা জেলার ঐতিহ্যবাহী কেন্দ্র।