ফোর মোর শটস প্লিজ! | |
---|---|
নির্মাতা | রঙ্গীতা পৃতীষ নন্দী |
লেখক | দেবিকা ভগত ঈশিতা মৈত্র |
পরিচালক | অনু মেনন নুপুর অস্থানা |
অভিনয়ে | সায়ানী গুপ্তা বানি জে কীর্তি কুলহারি মানবী গাগরু |
সঙ্গীত রচয়িতা | মিকি ম্যাকক্লিয়ারি |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | ইংরেজি |
মৌসুমের সংখ্যা | ২ |
পর্বের সংখ্যা | ২০ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
প্রযোজক | পৃতীষ নন্দী রঙ্গীতা পৃতীষ নন্দী |
চিত্রগ্রাহক | নেহা পার্তি মাতিয়ানি |
ব্যাপ্তিকাল | ২৮–৩৫ মিনিট (প্রায়) |
নির্মাণ কোম্পানি | পৃতীষ নন্দী কমিউনিকেশন লিমিটেড |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | অ্যামাজন ভিডিও |
মূল মুক্তির তারিখ | ২৫ জানুয়ারি ২০১৯ বর্তমান | –
ফোর মোর শটস প্লিজ![১] হচ্ছে অনু মেনন এবং নুপুর অস্থানা পরিচালিত অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত ওয়েবভিত্তিক একটি ভারতীয় টেলিভিশন অনুষ্ঠান।[২][৩] এই অনুষ্ঠানটি চারজন ত্রুটিযুক্ত নারীর (যাদের মধ্যে দুইজনের বয়স ৩০–৩৯-এর মধ্যে এবং দুইজনের বয়স ২০–২৯-এর মধ্যে) কাহিনীকে ঘিরে নির্মিত, যারা প্রেম, ভুল এবং মুম্বইয়ের বারে টকিলা শট গ্রহণের মাধ্যমে সত্যিকার অর্থে নিজেদের জীবনকে উপভোগ করে। এই অনুষ্ঠানটি অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত প্রথম নারীকেন্দ্রিক অনুষ্ঠান (যেখানে প্রধান চরিত্রে শুধুমাত্র নারী অভিনয় করেছে), যেখানে সায়ানী গুপ্তা, বানি জে, কীর্তি কুলহারি এবং মানবী গাগরুর মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন।[৪] অধিকাংশ পর্যালোচক এই অনুষ্ঠানটিকে "সেক্স অ্যান্ড দ্য সিটির দেশী সংস্করণ" হিসেবে উল্লেখ করেছেন।[৫] এই অনুষ্ঠানের প্রথম মৌসুমটি ভারত হতে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা শীর্ষ ৩ অনুষ্ঠানের একটি ছিল এবং ২০২০ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় মৌসুমটি উক্ত মাধ্যমের "সর্বাধিক দেখা ভারতীয় অনুষ্ঠান'-এ পরিণত হয়েছে।[৬] দ্বিতীয় মৌসুম মুক্তি পাওয়ার পরপরই, অ্যামাজন জানায় যে এই অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের কাজ চলমান রয়েছে।[৭]
প্রথম মৌসুম[সম্পাদনা]
|
দ্বিতীয় মৌসুম[সম্পাদনা]
|