ফোর্স | |
---|---|
পরিচালক | রাজা চন্দ |
প্রযোজক | এসেল ভিশন প্রোডাকশন নিডিয়াস ক্রিশনস & প্রোডাকসন্স লিমিটেড |
রচয়িতা | অনিন্দ্য বোস (চিত্রনাট্য ও সংলাপ) জিএনআর কুমারভেলান (গল্প) |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্পিতা পাল আর্য দাশগুপ্ত |
সুরকার | সপ্তর্ষি মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | গোপী ভগত |
সম্পাদক | সপ্তর্ষি মুখোপাধ্যায় |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ফোর্স হল একটি বাংলা অ্যাকশন ড্রামা থ্রিলার চলচ্চিত্র। যা রাজা চন্দ পরিচালিত এবং এসেল ভিশন প্রোডাকশন ও এনআইডিয়াস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত। এই ছবিতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা পাল প্রধান চরিত্রে অভিনয় করেছেন।[১][২][৩] এটি ২০১৩ সালের তামিল চলচ্চিত্র হরিদাসের পুনর্নির্মাণ।[৪]
ফোর্স একটি নতুন বাণিজ্যিক বাংলা সিনেমা, বাবা ও ছেলের প্রেমের সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত। অর্জুন ( প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ) একজন এনকাউন্টার বিশেষজ্ঞ পুলিশ অফিসার যার লক্ষ্য সমাজ থেকে অপরাধ এবং অপরাধী উভয়কেই নির্মূল করা। পুত্র অভিমন্যুর জন্মের সময় তিনি তার স্ত্রীকে হারিয়েছিলেন। তার ছেলে একজন অটিস্টিক রোগী এবং নিউরোডেভেলপমেন্টাল সমস্যায় ভুগছে।
শিরোনামহীন |
---|
ট্র্যাক | গান | গায়ক | সময়কাল (মিনিট: সেকেন্ড) | সঙ্গীত | গীতিকার |
---|---|---|---|---|---|
১ | "টেক ইট ইজি" | উষা উথুপ | ২:৪২ | সপ্তর্ষি মুখোপাধ্যায় | প্রসেন |
২ | "পালবি আয়" | সোনু নিগম | ৪:১৬ | সপ্তর্ষি মুখোপাধ্যায় | প্রসেন |
৩ | "পুলিশ" | তিমির বিশ্বাস ও উজ্জয়িনী | ৩:১৮ | সপ্তর্ষি মুখোপাধ্যায় | প্রসেন |
৪ | "ফোর্স" | রূপম ইসলাম | ২:৩৮ | সপ্তর্ষি মুখোপাধ্যায় | প্রসেন |