![]() | |
ব্যবসার প্রকার | ব্যক্তিগত |
---|---|
সাইটের প্রকার | উইকি হোস্টিং সেবা |
উপলব্ধ | বহুভাষিক |
প্রতিষ্ঠা | ১৮ অক্টোবর ২০০৪ |
সদরদপ্তর | সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউএস |
প্রতিষ্ঠাতা(গণ) | জিমি ওয়েলস অ্যাঞ্জেলা বীসলে স্টার্লিং |
প্রধান ব্যক্তি | পার্কিন্স মিলার (সিইও) ডোনোভান ডানকান (প্রেসিডেন্ট) |
পণ্যসমূহ |
|
কর্মচারী | ৩০০+ (২০১৬) |
ওয়েবসাইট |
|
অ্যালেক্সা অবস্থান | ![]() |
বিজ্ঞাপন | সরাসরি ও বিজ্ঞাপন নেটওয়ার্ক |
নিবন্ধন | ঐচ্ছিক |
ব্যবহারকারী | ~১৫ মিলিয়ন[৬] (জুন ২০১৮-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ]) |
চালুর তারিখ | ১৮ অক্টোবর ২০০৪ | (as Wikicities)
বর্তমান অবস্থা | সক্রিয় |
বিষয়বস্তুর লাইসেন্স | Creative Commons Attribution/ Share-Alike 3.0[৭] Media licensing varies |
প্রোগ্রামিং ভাষা | পিএইচপি, জাভাস্ক্রিপ্ট (Node.js) |
ফ্যানডম হলো একটি উইকি হোস্টিং সেবা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান। ২০০৬ সালের পূর্ব পর্যন্ত এটি উইকিসিটিস এবং পরবর্তী ২০১৬ সাল পর্যন্ত এটি উইকিয়া নামে পরিচিত ছিলো। ২০০৪ সালে উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও অ্যাঞ্জেলা বীসলে এটি প্রতিষ্ঠা করেন।[৮][৯] ফ্যানডম, উইকিপিডিয়ার মতো উন্মুক্ত উইকি সফটওয়্যার মিডিয়াউইকি ব্যবহার করে থাকে। ফ্যানডম ইনকর্পোরেটেড তাদের ওয়েবসাইটের বিজ্ঞাপন ও কনটেন্ট বিক্রির মাধ্যমে আয় করে থাকে, যেখানে অধিকাংশ ব্যবহারকারীরা তাদের কনটেন্টসমূহ কপিলেফট লাইসেন্সের অধীনে প্রকাশ করে থাকে।[১০] এছাড়াও কোম্পানিটি ফ্যানডমের এডিটোরিয়াল প্রকল্প, পপ-সংস্কৃতি ও গেমিং নিউজও পরিচালনা করে থাকে।[১১] অধিকাংশ উইকিসমূহ ফ্যানডম ডক কম ডোমেইনের অধীনে হোস্টকৃত, কিন্তু কিছু উইকিসমূহ উইকিয়া ডট অর্গ ডোমেইনের অধীনে হোস্ট করে থাকে।
Wikia is free.