ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্যাবিয়ান ডেলফ[১] | ||
জন্ম | [২] | ২১ নভেম্বর ১৯৮৯||
জন্ম স্থান | ব্র্যাডফোর্ড, ইংল্যান্ড | ||
উচ্চতা | ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৪ মি)[৩] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় / ফুল-ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার সিটি | ||
জার্সি নম্বর | ১৮ | ||
যুব পর্যায় | |||
২০০০–২০০১ | ব্র্যাডফোর্ড সিটি | ||
২০০১–২০০৬ | লিডস ইউনাইটেড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬–২০০৯ | লিডস ইউনাইটেড | ৪৪ | (৬) |
২০০৯–২০১৫ | অ্যাস্টন ভিলা | ১১২ | (৩) |
২০১২ | → লিডস ইউনাইটেড (ধার) | ৫ | (০) |
২০১৫– | ম্যানচেস্টার সিটি | ৪৬ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০০৮ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ২ | (০) |
২০০৮–২০০৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৪ | (০) |
২০১৪– | ইংল্যান্ড | ৯ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৯ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ফ্যাবিয়ান ডেলফ (জন্ম: ২১ নভেম্বর ১৯৮৯) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় অথবা একজন ফুল-ব্যাক হিসেবে খেলেন।
মাত্র ১১ বছর বয়সে লিডস ইউনাইটেডের যুব পর্যায়ে যোগদানের পূর্বে তিনি এক মৌসুমের জন্য ব্র্যাডফোর্ড সিটির যুব পর্যায়ে খেলেছেন। তিনি ৪৫ মিনিটের জন্য ইএফএল লিগ ওয়ানে খেলেছেন। ২০০৯ সালে, তিনি ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলায় যোগদান করেন। ২০১২ সালে, তিনি স্বল্প সময়ের জন্য লিডস ইউনাইটেডে ধারে খেলেছেন। তিনি ২০১২–১৩ মৌসুমে প্রিমিয়ার লিগে অসাধারণ খেলেছেন, যার ফলে তৎকালীন কোচ পল ল্যামবার্ট তাকে জাতীয় দলে ডাক দেন।
দেলফ ইংল্যান্ডের বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১-এ খেলেছেন। অতঃপর ২০১৪ সালের ৩রা সেপ্টেম্বর নরওয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০১৪ | ৩ | ০ |
২০১৫ | ৬ | ০ | |
মোট | ৯ | ০ |
অ্যাস্টন ভিলা
ম্যানচেস্টার সিটি