ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রঁক ইয়ানিক কেসিয়ে[১] | ||
জন্ম | [২][৩] | ১৯ ডিসেম্বর ১৯৯৬||
জন্ম স্থান | উরাগাইয়ো, কোত দিভোয়ার | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[৪] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল আহলি | ||
জার্সি নম্বর | ৭৯ | ||
যুব পর্যায় | |||
২০১০–২০১৪ | স্তেলা | ||
২০১৪–২০১৫ | আতালান্তা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪ | স্তেলা | ১০ | (৩) |
২০১৫–২০১৯ | আতালান্তা | ৩০ | (৬) |
২০১৫–২০১৬ | → চেজেনা (ধার) | ৩৭ | (৪) |
২০১৭–২০১৯ | → এসি মিলান (ধার) | ৭১ | (১২) |
২০১৯–২০২২ | এসি মিলান | ১০৩ | (২৩) |
২০২২–২০২৩ | বার্সেলোনা | ২৮ | (১) |
২০২৩– | আল আহলি | ১৯ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | কোত দিভোয়ার অনূর্ধ্ব-১৭ | ৫ | (০) |
২০১৫ | কোত দিভোয়ার অনূর্ধ্ব-২০ | ৪ | (০) |
২০২১ | কোত দিভোয়ার অলিম্পিক | ৪ | (১) |
২০১৪– | কোত দিভোয়ার | ৭৭ | (১১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ফ্রঁক ইয়ানিক কেসিয়ে (ফরাসি: Franck Kessié; জন্ম: ১৯ ডিসেম্বর ১৯৯৬; ফ্রঁক কেসিয়ে নামে সুপরিচিত) হলেন একজন আইভোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল আহলি এবং কোত দিভোয়ার জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
কেসিয়ের ফুটবলার জীবনের হাতেখড়ি হয় স্থানীয় স্টেলা ক্লাব এর হয়ে। পরবর্তীতে তিনি ইতালীয় ক্লাব আতালান্তায় যোগদান করেন। সেখান থেকে কেসিয়ে আরেক ইতালীয় ক্লাব চেজেনায় ধারে যোগদান করেন এবং ২০১৫ সালে উক্ত ক্লাবের হয়ে পেশাদার ফুটবলার জীবন শুরু করেন। ২০১৭–১৮ ও ২০১৮–১৯ মৌসুম তিনি ধারে আরেক ইতালিয় ক্লাব এসি মিলান-এ খেলেন। ২০১৯ সালে এসি মিলান তাকে পাকাপাকিভাবে কিনে নেয়। ২০২২–২৩ মৌসুমের শুরুতে তিনি স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেন। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল আহলি কেসিয়েকে ১ কোটি ২৫ লক্ষ ইউরোর বিনিময়ে কিনে নেয়।
২০১৩ সালে, কেসিয়ে কোত দিভোয়ার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কোত দিভোয়ারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত কোত দিভোয়ারের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে কোত দিভোয়ারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কোত দিভোয়ারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৭ ম্যাচে ১১টি গোল করেছেন।
ফ্রঁক ইয়ানিক কেসিয়ে ১৯৯৬ সালের ১৯শে ডিসেম্বর তারিখে কোত দিভোয়ারের উরাগাইয়োতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
কেসিয়ে কোত দিভোয়ার অনূর্ধ্ব-১৭, কোত দিভোয়ার অনূর্ধ্ব-২০ এবং কোত দিভোয়ার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে কোত দিভোয়ারের প্রতিনিধিত্ব করেছেন। কোত দিভোয়ারের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।
কেসিয়ে নিজ দেশে অনুষ্ঠিত ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ঘোষিত কোত দিভোয়ারের ২৭ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[২][৫][৬] যেখানে তিনি সাত ম্যাচে কোত দিভোয়ারের হয়ে সর্বোচ্চ ২টি গোল করেছেন;[৭][৮] এর মাধ্যমে তিনি প্রতিযোগিতাটির শিরোপা জয়লাভ করেছেন।[৯][১০][১১]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
চেজেনা (ধার) | ২০১৫–১৬ | ৩৭ | ৪ | ০ | ০ | — | — | ৩৭ | ৪ | ||
আতালান্তা | ২০১৬–১৭ | ৩০ | ৬ | ১ | ১ | — | — | ৩১ | ৭ | ||
এসি মিলান (ধার) | ২০১৭–১৮ | ৩৭ | ৫ | ৫ | ০ | ১২ | ০ | — | ৫৪ | ৫ | |
২০১৮–১৯ | ৩৪ | ৭ | ৪ | ০ | ৩ | ০ | ১ | ০ | ৪২ | ৭ | |
এসি মিলান | ২০১৯–২০ | ৩৫ | ৪ | ৩ | ০ | — | — | ৩৮ | ৪ | ||
২০২০–২১ | ৩৭ | ১৩ | ২ | ০ | ১১ | ১ | — | ৫০ | ১৪ | ||
২০২১–২২ | ৩১ | ৬ | ৩ | ১ | ৫ | ০ | — | ৩৯ | ৭ | ||
মোট | ১৭৪ | ৩৫ | ১৭ | ১ | ৩১ | ১ | ১ | ০ | ২২৪ | ৩৯ | |
বার্সেলোনা | ২০২২–২৩ | ২৮ | ১ | ৫ | ১ | ৮ | ১ | ২ | ০ | ৪৩ | ৩ |
আল আহলি | ২০২৩–২৪ | ১৯ | ৬ | ২ | ০ | — | — | ২১ | ৬ | ||
সর্বমোট | ২৮৮ | ৫২ | ২৫ | ৩ | ৩৯ | ২ | ৩ | ০ | ৩৫৫ | ৫৭ |
জাতীয় দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
কোত দিভোয়ার | ২০১৪ | ৪ | ০ |
২০১৫ | ০ | ০ | |
২০১৬ | ৬ | ০ | |
২০১৭ | ১৩ | ০ | |
২০১৮ | ৫ | ৫ | |
২০১৯ | ১২ | ১ | |
২০২০ | ৪ | ২ | |
২০২১ | ৮ | ২ | |
২০২২ | ৮ | ২ | |
২০২৩ | ৯ | ১ | |
২০২৪ | ৮ | ৩ | |
মোট | ৭৭ | ১১ |