ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রাঙ্কো ইসরায়েল উইবমের | ||
জন্ম | ২২ এপ্রিল ২০০০ | ||
জন্ম স্থান | নুয়েভা এলভেসিয়া, উরুগুয়ে | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | স্পোর্টিং সিপি | ||
জার্সি নম্বর | ১২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০২:২৩, ১৩ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ফ্রাঙ্কো ইসরায়েল উইবমের (স্পেনীয়: Franco Israel; জন্ম: ২২ এপ্রিল ২০০০; ফ্রাঙ্কো ইসরায়েল নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৬ সালে, ইসরায়েল উরুগুয়ে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ফ্রাঙ্কো ইসরায়েল উইবমের ২০০০ সালের ২২শে এপ্রিল তারিখে উরুগুয়ের নুয়েভা এলভেসিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ইসরায়েল উরুগুয়ে অনূর্ধ্ব-১৭, উরুগুয়ে অনূর্ধ্ব-১৮ এবং উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ২৩শে জুন তারিখে তিনি উরুগুয়ে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২৩ সালের ১৫ই জুন তারিখে, ২৩ বছর, ১ মাস ও ২৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইসরায়েল নিকারাগুয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন।[২] ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি উরুগুয়ে ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] উরুগুয়ের হয়ে অভিষেকের বছরে ইসরায়েল সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
উরুগুয়ে | ২০২৩ | ২ | ০ |
সর্বমোট | ২ | ০ |