ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রাঙ্কো এজেকিয়েল কার্বোনি | ||
জন্ম | ৪ এপ্রিল ২০০৩ | ||
জন্ম স্থান | বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাইয়ারি | ||
জার্সি নম্বর | ১৬ | ||
যুব পর্যায় | |||
২০১১–২০১৯ | লানুস | ||
২০১৯–২০২০ | কাতানিয়া | ||
২০২০ | ইন্টার মিলান | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০২২– | ইন্টার মিলান | ০ | (০) |
২০২২– | → কাইয়ারি (ধার) | ৭ | (০) |
জাতীয় দল‡ | |||
২০২১ | ইতালি অনূর্ধ্ব-১৮ | ১ | (০) |
২০২২– | আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ | ২ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৫১, ২৫ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫১, ২৫ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ফ্রাঙ্কো এজেকিয়েল কার্বোনি (ইতালীয়: Franco Carboni, ইতালীয় উচ্চারণ: [fɾˈanko kaɾβˈoni]; জন্ম: ৪ এপ্রিল ২০০৩; ফ্রাঙ্কো কার্বোনি নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব কাইয়ারি এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, কার্বোনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এর পূর্বে তিনি ইতালি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে এক ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ফ্রাঙ্কো এজেকিয়েল কার্বোনি ২০০৩ সালের ৪ঠা এপ্রিল তারিখে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
কার্বোনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন।[৩][৪] ২০২২ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। অন্যদিকে, ২০২১ সালে তিনি ইতালি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক দলের হয়ে এক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।