ফ্রান্সেসকা হাং

ফ্রান্সেসকা হাং
জন্ম (1994-04-25) ২৫ এপ্রিল ১৯৯৪ (বয়স ৩০)
শিক্ষাসিডনি বিশ্ববিদ্যালয়
উচ্চতা১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
উপাধিমিস ইউনিভার্স অস্ট্রেলিয়া ২০১৮
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংবাদামি
চোখের রংবাদামি
প্রধান
প্রতিযোগিতা
মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া ২০১৮
(বিজয়ী)
মিস ইউনিভার্স ২০১৮
(সেরা ২০)

ফ্রান্সেসকা হাং (জন্ম ২৫ এপ্রিল ১৯৯৪) হলেন একজন অস্ট্রেলীয় অভিনেত্রী ও মডেল যিনি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া ২০১৮ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। তিনি মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ফ্রান্সেসকা হাং অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করেন। তার বাবা আইরিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় এবং মা চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয়।ফ্রান্সেসকা হাং স্নাতক ডিগ্রি অর্জনের পর সিডনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ

[সম্পাদনা]

মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া ২০১৮

[সম্পাদনা]

ফ্রান্সেসকা হাং 'মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া ২০১৮' খেতাব লাভ করেন।[] তিনি প্রতিযোগিতার পূর্ববর্তী আসরের বিজয়ী অলিভিয়া রজার্সের নিকট থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেছিলেন।[][]

মিস ইউনিভার্স ২০১৮

[সম্পাদনা]

ফ্রান্সেসকা হাং মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি প্রতিযোগিতায় 'সেরা বিশ' প্রতিযোগীর একজন হিসেবে ঘোষিত হয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Australia's Miss Universe 2018 winner is Francesca Hung"news.com.au। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮ 
  2. "Francesca Hung – Miss Universe Australia 2018"awardgoesto। ১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮ 
  3. "'I didn't think this was the face Australia wanted to represent them': Francesca Hung crowned Miss Universe Australia 2018"9news.com.au। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮ 
  4. "Chinese-Australian model breaking Miss Universe 'mould'"sbs.com.au। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮ 
  5. "Miss Universe Australia defends bullying livestream backlash"