১৯৯০ এর মাঝামাধি সময় পর্যন্ত এফএসএফ এর পাওয়া অনুদানের অধিকাংশই খরচ হত এখানে কর্মরত সফটওয়্যার ডেভলপারেদর বেতনর ক্ষেত্রে। যারা গ্নু প্রকল্পের অংশ হিসাবে ফ্রি সফটওয়্যার তৈরীর কাজ করতেন। ১৯৯০ এর পর থেকে স্বেচ্ছাসেবক এবং কর্মচারীদের সকলেই মূলত ফ্রি সফটওয়্যর আন্দোলন এবং ফ্রি সফটওয়্যার কম্যুনিটির জন্য কাজ করছেন।
লক্ষের সাথে সামঞ্জস্য রেখেই এফএসএফ এর সকল কম্পিউটারে শুধুমাত্র ফ্রি সফটওয়্যার ব্যবহার করা হয়।[৩]
এফএসএফ এর মূল উদ্দেশ্য ছিল ফ্রি সফটওয়্যারের ধারণা প্রচার করা। এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্নু অপারেটিং সিস্টেম তৈরী করা হয়েছিল এই ধরনেরই একটি সফটওয়্যারের উদাহরণ হিসেবে।
এটি ফ্রি সফটওয়্যার হিসাবে স্বীকৃত সফটওয়্যার প্যাকেজের তালিকা। প্রতিটি সফটওয়্যার প্যাকেজের সাথে ৪৭টি তথ্য সংকলিত থাকে। এই সকল তথ্যের মধ্যে রয়েছে প্রকল্পের ওয়েবসাইট, ডেভলপারগন, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি। এটির লক্ষসমূহের মধ্যে রয়েছে, এমন একটি সার্চ ইঞ্জিন তৈরী করা যার মাধ্যমে সহজেই ফ্রি সফটওয়্যারসমূহ খুজে পাওয়া যাবে এবং একই সাথে ব্যবহারকারীর এটি অনুসন্ধান করতে পারবেন যে তারা যে সফওয়্যার প্যাকেজসমূহ ব্যবহার করছেন সেগুলো ফ্রি সফটওয়্যার কিনা। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন ইউনেস্কো থেকে এই প্রকল্পের জন্য স্বল্প পরিসরে আর্থিক সহায়তা পেয়ে থাকে।
এফএসএফ এমন বেশ কিছু ডকুমেন্টেশন রক্ষনাবেক্ষন এবং ব্যবস্থাপনা করে থাকে যার মাধ্যমে ফ্রি সফটওয়্যার আন্দোলন সজ্ঞায়িত করা হয়ে থাকে।
প্রকল্প হোস্ট করা
ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন সফটওয়্যার ডেভলপমেন্ট প্রকল্পসমূহ তাদের গ্নু সাভানা ওয়েব সাইটে হোস্ট করে থাকে।
কার্যকর প্রচারণা
সফটওয়্যার স্বাধিনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এমন বেশ কিছু কার্যক্রমের বিপক্ষে এফএসএফ প্রচারণা চালিয়ে থাকে। এর মধ্যে রয়েছে সফটওয়্যার প্যাটেন্ট, digital rights management (এফএসএফ এটিকে "ডিজিটাল বিধিনিষেধ ব্যবস্থাপনা" বলে থাকে, কারণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সফটওয়্যার স্বাধীনতার যে বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হয়, কিন্তু "এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর মাধ্যমে স্বাধীনতাসমূহ ব্যবহারকারীদের থেকে দূরে সরিয়ে রাখা হয়"[৫]) এবং ইন্টারফেস কপিরাইট। Defective by Design হল এফএসফ এর পক্ষ থেকে আয়োজন করা ডিআরএম এর বিপক্ষে প্রচারণামূলক অনুষ্ঠান। এছাড়া তারা Ogg+Vorbis, proprietary formats যেমন MP3 এবং AAC এর বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ করে থাকে। "অত্যন্ত গুরুত্বপূর্ণ" হিসাবে চিহ্নিত বেশ কিছু ফ্রি সফটওয়্যার প্রকল্পে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থয়ন করা হয়।
এফএসএফ এর অফিসিয়ালি সমর্থিত ডিস্ট্রিবিউশন জিনিউসেন্স
এফএসএফ এর একটি "অত্যধিক গুরুত্বপূর্ণ" সফটওয়্যারসমূহের তালিকা রয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে থাকে free software communityর এই সকল প্রকল্পে বিশেষ নজর দেয়া উচিত।[৬] ফ্রি সফটওয়্যর ফাউন্ডেশন এই প্রকল্পগুলো সম্পন্ন করা গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকে, কারণ কম্পিউটার ব্যবহারকারী কমিউনিটি ফ্রি নয় এমন সফটওয়্যার ব্যবহারে বাধ্য হচ্ছে কারণ কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কাজের জন্য ফ্রি সফটওয়্যার নেই।[৬]
জেফরি এপস্টাইনের শিকারদের একজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরে স্টলম্যান ২০১৯ সালে বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু ১৮ মাস পরে স্টলম্যান আবার বোর্ডে যোগ দেন।[৯] পরিষদে পুনঃযোগদানে মুক্ত সফ্টওয়্যার বিকাশকারী বা ডেভেলপারদের বেশ কয়েকটি বিশিষ্ট সংস্থা ও ব্যক্তি স্টলম্যানের ব্লগে লেখাকে উদ্ধৃত করে পুনঃনিয়োগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল যা তারা একটি অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায়ের প্রচারের বিরোধী বলে মনে করেছিল। [১০][১১] স্টলম্যানের পুনঃপ্রতিষ্ঠার ফলস্বরূপ, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের বিশিষ্ট সদস্যরা প্রতিবাদে পদত্যাগ করে এবং প্রধান দাতা রেড হ্যাট ঘোষণা করে যে এটি বিনামূল্যে সফ্টওয়্যার ফাউন্ডেশনকে অর্থায়ন ও সমর্থন বন্ধ করবে। [১০][১২]
↑"FREE SOFTWARE FOUNDATION, INC. Summary Screen"। The Commonwealth of Massachusetts, Secretary of the Commonwealth, Corporations Division। ২০১৩-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৬।
↑Marsh, Ann (২০০২)। "What I Saw at the Revolution"। Stanford Magazine। Stanford Alumni Association। ২০০৫-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১০।অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)