ফ্রিটজ অ্যালবার্ট লিপম্যান | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | জুলাই ২৪, ১৯৮৬ পোয়গকিপ্সি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র | (বয়স ৮৭)
জাতীয়তা | জার্মান-আমেরিকান |
অন্যান্য নাম | ফ্রিটজ লিপম্যান |
মাতৃশিক্ষায়তন | |
পরিচিতির কারণ | কোএনজাইম এ-এর সহ-আবিষ্কারক (১৯৪৫) |
দাম্পত্য সঙ্গী | এলফ্রেডা এম. হল লিপম্যান (বি. ১৯৩১) |
সন্তান | ১ |
পুরস্কার |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ |
ফ্রিটজ অ্যালবার্ট লিপম্যান (জার্মান উচ্চারণ: [fʁɪt͡s ˈalbɛʁt ˈlɪpˌman] (; ১২ জুন ১৮৯৯ - ২৪ জুলাই ১৯৮৬) হলেন একজন )জার্মান-আমেরিকান প্রাণরসায়নবিদ এবং কোএনজাইম এ-এর সহ-আবিষ্কারক। কোএনজাইম এ নিয়ে অন্যান্য গবেষণা এবং এটি আবিষ্কারের জন্য তিনি হ্যান্স অ্যাডলফ ক্রেবসের সাথে যৌথভাবে ১৯৫৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[১]
লিপম্যান ১৮৯৯ সালের ১২ জুন জার্মানির কনিসবার্গে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম গার্ট্রুড লাচম্যানস্কি এবং এবং বাবা লিওপোল্ড লিপম্যান। তার বাবা ছিলেন একজন অ্যাটর্নি।[২]
লিপম্যান কনিসবার্গ বিশ্ববিদ্যালয়, বার্লিন বিশ্ববিদ্যালয় এবং মিউনিখ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়ন করেন এবং ১৯২৪ সালে বার্লিন হতে স্নাতক হন। এরপর তিনি প্রফেসর হ্যান্স মিরওয়েনের অধীনে রসায়ন অধ্যয়নের জন্য কোনিগসবার্গে ফিরে আসেন। ১৯২৬ সালে তিনি অটো মায়ারহোফের নিকট তার ডক্টরেট থিসিস সম্পন্ন করার জন্য বার্লিনের ডাহেলম ইনস্টিটিউট ফর বায়োলজিতে আসেন।[৩]