![]() ২০২১ সালে বার্সেলোনার হয়ে খেলছেন ডে ইয়ং | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১২ মে ১৯৯৭ | ||
জন্ম স্থান | গরিনছেম, নেদারল্যান্ডস[১] | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড়[১] | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
যুব পর্যায় | |||
২০১৪–২০১৫ | উইলেম টুয়ে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫ | উইলেম টুয়ে | ২ | (০) |
২০১৫–২০১৭ | ইয়ং আয়াক্স | ৪৬ | (৮) |
২০১৬–২০১৯ | আয়াক্স | ৫৭ | (৫) |
২০১৯– | বার্সেলোনা | ৬৬ | (৫) |
জাতীয় দল‡ | |||
২০১২ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ | ১ | (০) |
২০১৪–২০১৫ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৮ | ৫ | (১) |
২০১৫–২০১৭ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) |
২০১৭ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ | ২ | (০) |
২০১৮– | নেদারল্যান্ডস | ৭ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ মে ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২ জুন ২০২১ তারিখ অনুযায়ী সঠিক। |
ফ্রেংকি ডে ইয়ং (জন্ম: ১২ মে, ১৯৯৭) একজন ওলন্দাজ পেশাদার ফুটবলার যিনি স্পেনীয় লা লিগার ক্লাব বার্সেলোনা এবং নেদারল্যান্ডস জাতীয় দল এর হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন।[১]
ডে ইয়ং ওলন্দাজ ফুটবল ক্লাব উইলেম টুয়ে এর পুরো যুব প্রকল্প খেলে বেড়ে ওঠা একজন খেলোয়াড়। ২০১৫ সালের ১০ই মে অ্যাডো ডেন হ্যাক্স এর বিপক্ষে ঘরের মাঠে টেরেল ওন্দান এর বদলি হিসেবে মাঠে নামার মধ্যে দিয়ে ডে ইয়ং এর এরেদিভিজি অভিষেক হয়, যে ম্যাচে তার দল ১-০ গোলে বিজয়ী হয়। [৩]
২০১৫ সালের গ্রীষ্মে ডে ইয়ং চার বছরের চুক্তিতে ওলন্দাজ ক্লাব এএফসি আয়াক্স এ যোগ দেন। [৪] পরবর্তীতে তিনি আয়াক্সকে ২০১৭ ইউরোপা লিগ এর ফাইনালে নিয়ে যেতে সাহায্য করেন।[৪] ২০১৬–১৭ মৌসুমে ইয়ং আয়াক্স এর হয়ে তার অবদানের জন্য ডে ইয়ংকে নেদারল্যান্ডসের দ্বিতীয় সারির লিগ জুপিটার লিগ এর সেরা প্রতিভাবান খেলোয়াড়ের পুরস্কার দেয়া হয়।[৫]
২০১৯ সালের ২৩ জানুয়ারি ফুটবল ক্লাব বার্সেলোনা ডে ইয়ং কে ৫ বছরের চুক্তিতে কিনে নেয়ার কথা ঘোষণা করে।[৬] ৭ কোটি ৫ লক্ষ ইউরোর বিনিময়ে ডে ইয়ং ১ জুলাই ২০১৯ বার্সেলোনায় যোগদান করেন।[৭][৮]
ডে ইয়ং নেদারল্যান্ডসের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে ২২ টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের ১০ জুলাই জার্মানি অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ডে ইয়ং এর নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়।[৯]
২০১৮ সালের ৯ জুন ডে ইয়ং নেদারল্যান্ডস জাতীয় দল এর হয়ে পেরু'র বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে অভিষিক্ত হন, যেখানে তার দল ২-১ গোলে জয়লাভ করে।[১০]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | |||
উইলেম টুয়ে | ২০১৪–১৫ | ১ | ০ | ০ | ০ | — | — | ১ | ০ | |||
২০১৫–১৬ | ১ | ০ | ১ | ০ | — | — | ২ | ০ | ||||
মোট | ২ | ০ | ১ | ০ | — | — | ৩ | ০ | ||||
ইয়ং আয়াক্স | ২০১৫–১৬ | ১৫ | ২ | — | ১৫ | ২ | ||||||
২০১৬–১৭ | ৩১ | ৬ | — | ৩১ | ৬ | |||||||
মোট | ৪৬ | ৮ | — | — | — | ৪৬ | ৮ | |||||
আয়াক্স | ২০১৬–১৭ | ৪ | ১ | ৩ | ০ | ৪ | ০ | ০ | ০ | ১১ | ১ | |
২০১৭–১৮ | ২২ | ০ | ২ | ০ | ২ | ০ | ০ | ০ | ২৬ | ০ | ||
২০১৮–১৯ | ৩১ | ৪ | ৪ | ০ | ১৭ | ০ | ০ | ০ | ৫২ | ৪ | ||
মোট | ৫৭ | ৫ | ৯ | ০ | ২৩ | ০ | ০ | ০ | ৮৯ | ৫ | ||
সর্বমোট | ১০৩ | ১৩ | ১০ | ০ | ২৩ | ০ | ০ | ০ | ১৩৫ | ১৩ |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল | |||
---|---|---|---|---|---|---|
নেদারল্যান্ডস | ২০১৮ | ৫ | ০ | |||
২০১৯ | ১০ | ১ | ||||
২০২০ | ৭ | ০ | ||||
২০২১ | ৪ | ০ | মোট | ২৬ | ১ |