ফ্লোর জ্যানসেন | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | ফ্লোর জ্যানসেন |
জন্ম | ২১ ফেব্রুয়ারি ১৯৮১ |
উদ্ভব | হল্যান্ড |
ধরন | সিম্ফোনিক মেটাল, প্রোগ্রেসিভ মেটাল |
পেশা | শিক্ষিকা, সংগীত শিল্পী, গান লেখিকা |
বাদ্যযন্ত্র | ভোকাল, গিটার, পিয়ানো, বাঁশি |
কার্যকাল | ১৯৯৭-বর্তমান |
লেবেল | নিউক্লিয়ার ব্ল্যাস্ট রেকর্ডস |
ওয়েবসাইট | Official Floor Jansen Site |
ফ্লোর জ্যানসেন একজন ডাচ্ গায়িকা, যিনি ১৯৮১ সালের ২১শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি সিম্ফোনিক মেটাল ব্যান্ড আফটার এভারের মূল গায়িকা ছিলেন যা ২০০৯ সালে ভেঙ্গে যায়। তিনি বর্তমানে রিভ্যাম্প ব্যান্ডের মূল গায়িকা।
মাত্র ১৬ বছর বয়সে তিনি অ্যাপলোক্ল্যাইপ্স ব্যান্ডে যোগ দেন যা আফটার ফরএভার ব্যান্ডের পূর্ব নাম। তার একই রক ও ক্ল্যাসিক্যাল গান গাওয়ার ক্ষমতা তাকে মেটাল দুনিয়ার জনপ্রিয় গায়িকাতে পরিণত করে। ২০০২ সালে মার্ক জ্যানসেন ব্যান্ডটা ত্যাগ করলে তিনি গানের কথা ও গায়িকার মূল দায়িত্ব নেন।[১] ১৯৯৯ সালে ডাচ রক একাডেমীতে তিনি যোগ দেন পড়তে ও তিন বছর পর সংগীত বিদ্যালয়ে যোগ পড়েন। তিনি সংগীত থিয়েটার সম্পর্কে পড়েন ও অপেরা বিষয়ে এক বছর পড়েন। পরে ওয়ানা বি আ স্টার নামের একটি কোর্সে খুলে তিনি নিজেই শিক্ষা দিতে থাকেন। জ্যানসেন বাঁশি, পিয়ানো ও গিটার বাজাতে পারেন এবং তার গলার সীমা সোপরানো স্তরের। ১৬ই জুন ২০০৯ সালে ফ্লোর জ্যানসেন ঘোষণা দেন নতুন ব্যান্ড করার এবং মাইস্পেসের মাধ্যমে জানান যে ব্যান্ডের নাম হবে রিভ্যাম্প।[২]
স্টুডিও অ্যালবাম[সম্পাদনা]
স্টার ওয়ান ব্যান্ডের সাথে[সম্পাদনা]
রিভ্যাম্প ব্যান্ডের সাথে[সম্পাদনা]
|
ইপি[সম্পাদনা]
অয়রিয়ন ব্যান্ডের সাথে[সম্পাদনা]
ডেমো[সম্পাদনা]
সংকলন[সম্পাদনা]
|