ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্লোরিন বোগদান স্তেফান | ||
জন্ম | ৯ মে ১৯৯৬ | ||
জন্ম স্থান | স্লাতিনা, রোমানিয়া | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০১৫ | ওলত স্লাতিনা | ১২ | (১) |
২০১৫–২০১৭ | আকাদেমিকা ক্লিনচেন | ৩৪ | (৫) |
২০১৭–২০১৮ | দাকো-জেতিকা বুকুরেশ্ত | ৩২ | (২) |
২০১৮–২০২১ | সেপ্সি সফিনতু গেওর্গে | ৮০ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০১৭–২০১৯ | রোমানিয়া অনূর্ধ্ব-২১ | ১২ | (০) |
২০২১– | রোমানিয়া অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
২০১৯– | রোমানিয়া | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৪৬, ১৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪৬, ১৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ফ্লোরিন বোগদান স্তেফান (রোমানীয়: Florin Ștefan; জন্ম: ৯ মে ১৯৯৬; ফ্লোরিন স্তেফান নামে সুপরিচিত) হলেন একজন রোমানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রোমানিয়ার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লিগা ১-এর ক্লাব সেপ্সি সফিনতু গেওর্গে এবং রোমানিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৭ সালে, স্তেফান রোমানিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে রোমানিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৯ সালে রোমানিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; রোমানিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, স্তেফান এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি দাকো-জেতিকা বুকুরেশ্তের হয়ে জয়লাভ করেছেন।
ফ্লোরিন বোগদান স্তেফান ১৯৯৬ সালের ৯ই মে তারিখে রোমানিয়ার স্লাতিনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
স্তেফান জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]